কোরিয়ান স্কিন কেয়ারঃ চালের জাদু
- কোরিয়ান দের স্কিন এত স্মুথ,শাইনি,গ্লোয়ি।
তাদের স্কিন কেয়ার এ চালের ব্যবহার অনেক আগে থেকে।
চালের পানিঃ
এটা তিনভাবে ব্যবহার করা যায়
১.আমরা যেটা কে মাড় বলি সেটা ফেসমাস্ক,এমনকি সরাসরি ব্যবহার করা যায়।মুখে দিয়ে না শুকানো পরজন্ত রাখবেন।
২.চাল পানিতে ভিজিয়ে ৩০ মিনিট রেখে সেই পানি যেকোনো জার এ রেখে ব্যবহার করতে পারবেন।
এটা টোনার হিসেবে ব্যবহার করা যাবে।
যেকন মাস্ক বানানো তে পানির বদলে ব্যবহার করা যাবে।
৩.আরেকটা করা যাবে চাল ভিজিয়ে সারারাত রেখে ওই পানিটা জার এ রেখে ফ্রিজ আ রেখে ব্যবহার করা যাবে।
এটা ও ব্যবহার করা যাবে টোনার হিসেবে।
যেকন মাস্ক বানাতে।
এই পানি বাহির থেকে এসে দিলে ও আরাম পাবেন।
স্ক্রাব হিসেবে ব্যবহার ঃ
চালের গুঁড়া স্ক্রাব হিসেবে অসাধারণ।
চালের গুঁড়া + গ্রিন টি
চালের গুঁড়া + মধু
চালের গুঁড়া + কফি + মধু
চালের গুঁড়া +কাচা দুধ
চালের গুঁড়া +টক দই
বডি স্ক্রাব বানানো ঃ
চালের গুঁড়া
টমাটো
বেসন
আর কাচা দুধ /টক দই দিয়ে বানানো স্ক্রাব কাল দাগ দূর করে।
ফেস মাস্ক বানাতেঃ
এক চামচ ভাত+এক চামচ টক দই
চালের গুঁড়া +অটস+
দুধ
চুলের যত্নঃ
ভাতের মাড় চুলে দিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন শাম্পু দিয়ে।
এমনকি যেকোন হেয়ার মাস্ক এ ব্যবহার করতে পারবেন।
চালের গুঁড়া আর পানি দুটো ই আন্টি এইজিনং
গুন আছে।
📢 Promoted post: বাংলায় আর্টিকেল লেখালেখি করে ইনকাম করতে চান?
Good
Hm
Nice
Nice
Good
Gd
nice
👍