গাছ লাগানো নিয়ে উক্তি | গাছ লাগানো নিয়ে মোটিভেশান

গাছ লাগানো নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।বর্তমানে করোনা পরিস্থিতিতে বাসায় ছোট বড় সকলেই খুব আতঙ্কের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে।আগামীকাল কি হবে সকলে এই নিয়ে ভয়াবহতার মধ্যে দিয়ে দিন পার করছে।কিন্তু আমরা চাইলে এই সময়ে গাছ লাগিয়ে নিজেদের আশেপাশের অবস্থা পরিবর্তন করতে পারি। জি হ্যাঁ ঠিক শুনেছেন। গাছ আমাদের পরম বন্ধু। আমাদের খাবারের উৎস যেমন বৃক্ষ ঠিক তেমনি আমাদের বাঁচবার উৎসও বৃক্ষ।বৃক্ষ আমাদের নানান ধরণের উপকার করে থাকে। গবেষণায় দেখা গেছে আমাদের দেশের বনাঞ্চল রক্ষায় প্রায় ২৫ ভাগ বৃক্ষ আমাদের এই বনাঞ্চল সরবরাহ করে থাকে।কিন্তু বাকি ৭৫ ভাগ ঘাটতি থেকেও যাচ্ছে।

বৃক্ষের গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না।চলুন জেনে আসি গাছের গুরুত্ব সম্পর্কে।গাছের গুরুত্বঃ
১.গাছ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে থাকি।গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে সেই সাথে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে থাকে।

২.আমাদের খাদ্যের উৎস হিসেবে পরিচিত হলো গাছ।আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার ৮০ ভাগ খাদ্য বৃক্ষ থেকে সরবরাহ করা হয়।

৩.গাছ আমাদের বিভিন্ন ধরণের আসবাবপত্র তৈরি করতে সাহায্য করে থাকে।

৪.শুকনো গাছের বাকল, নুড়ি আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি।

৪..প্রতিবছর বিভিন্ন ধরণের প্রাকৃতিক দূর্যোগগুলোতে বৃক্ষ আমাদের রক্ষা করে থাকে।

৫.বৃক্ষ আমাদের শুধুমাত্র খাবারের উৎস হিসেবে ফল নয় সৌন্দর্যের উৎস হিসেবে ফুলও দিয়ে থাকে।

৬.নানান ধরণের গাছ বিভিন্ন দুরারোগ্য রোগের ঔষুধি হিসেবেও ব্যবহার করা হয়।

৭.বৃক্ষ পথচারীদের ছায়া প্রদান করে।

৮.আমাদের জলবায়ুর পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গাছ।

গাছের এত্ত এত্ত গুণের কথা একদিনে বলে শেষ করা যাবে না।গাছ আমাদের বন্ধুর মতো সাহায্য করে থাকে।বিশ্বে জলবায়ু পরিবর্তন হচ্ছে।সেই সাথে সেই পরিবর্তনে উষ্ণতা বাড়ছে।চলুন জেনে আসি তাহলে জলবায়ু পরিবর্তনের কারণগুলোঃ

১. মানুষ গাছ কেটে ঘরবাড়ি বানাচ্ছে।
২.গাছ কেটে বনাঞ্চল ধ্বংস করে দিচ্ছে।
৩.পাহাড় কেটে আবাসিক এরিয়া তৈরি করছে।

নিজেদের প্রয়োজনে প্রাকৃতিক উৎসকে ধ্বংস করে দিচ্ছে।এই সব প্রাকৃতিক বিপর্যয় এর সবথেকে বড় কারণ হিসেবে দেখা দিচ্ছে বৃক্ষের অবক্ষয়। এই সব কারণেই এখন সারা বছরই লেগে থাকছে ঘূর্ণিঝড়,জলোচ্ছ্বাস, ভূমিকম্প এর মতো ঘটনাও।তাই সময় এসেছে সচেতন হবার।সময় এসেছে এই সব সমস্যার সমাধান করার।এই সকল সমস্যার একটাই সমাধান হলো বৃক্ষরোপন করা।অন্তত প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটা হলেও বৃক্ষরোপন করা।বৃক্ষরোপনে সকলকে উৎসাহিত করতে হলে কিছু কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।যেমনঃ

১.প্রত্যেকেকে বৃক্ষরোপন করতে হবে।

২.যাদের বাগান করার মতো অত জায়গা নেই তাদেরকে ছাদ বাগানে উৎসাহিত করা যেতে পারে।

৩.প্রিন্ট, ইলেকট্রনিক এবং সোশ্যাল মিড়িয়াতে বৃক্ষরোপনে উৎসাহিত করে বিভিন৷ ক্যাম্পেইন আয়োজন করা।

৪.এই মহামারীতে প্রত্যেকের ঘরে ঘরে বাগান করে তুলা।

৫.ছোটবেলা থেকে বাচ্চাদের বৃক্ষরোপনে উৎসাহিত করে গড়ে তোলা।

গাছ শুধুমাত্র আমাদের বন্ধু নয় গাছ আমাদের সম্পদও বটে।আপনি যদি একটি গাছ রোপন করে থাকেন বড় হয়ে সেই গাছ আপনাকে ফুল,ফল কিংবা কাঠ দিয়ে হলে আপনার বিপদের দিনে পাশে দাড়াবে।বিভিন্ন কাঠ গাছ রোপন করলে আপনি সেই গাছ থেকে যেমন আসবাবপত্র বানাতে পারবেন ঠিক সেই সাথে সেই গাছ বিক্রি করে টাকাও উপার্জন করতে পারবেন। তাই প্রত্যকেরই উচিত নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপনে এগিয়ে আসা।প্রকৃতিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা। বিনা প্রয়োজন গাছ কেটে বনাঞ্চল ধ্বংস না করা।ধন্যবাদ সবাইকে।

ঘরে থাকুন
সুস্থ থাকুন

Related Posts

40 Comments

মন্তব্য করুন