Cheap price backlink from grathor: info@grathor.com

চলুন ঘুরে আসি সিলেট-১

৩৬০ আউলিয়ার সিলেট এর নাম জানিনা এমন কেউ কি আছি?মনে হয় না।চলুন না কাজের ফাঁকে ঘুরে আসা যাক সিলেট থেকে কম খরচে।

সিলেট এ কি আছে দেখার মতো?

সিলেট এ দেখার মতো এত জায়গা আছে আপনি এক মাস এও দেখে শেষ করতে পারবেন না।আজ আমি কয়েকটা জায়গা সম্বন্ধে জানাবো। তবে  অন্যতম জায়গাগুলো হলো;

১.শাহজালাল এর মাজার

২.শাহপরান এর মাজার

৩.জাফলং

৪.ছাতক সিমেন্ট কারখানা

৪.মাধবকুন্ড

৫.মাধবপুর লেক

৬.লালাখান

৭.গ্র‍্যান্ড সুলতান রিসোর্ট

৮.শিমুলবাগান(সুনামগঞ্জ)

৯.শনির হাওর(সুনামগঞ্জ)

১০.টেকারঘাট(সুনামগঞ্জ)

ধারাবাহিক ভাবে প্রত্যেক জায়গা সম্বন্ধে জানানো হবে…….

সিলেটে চলে আসুন যেকোনো জায়গা থেকে একটা হোটেল এ উঠে যান বিশেষকরে বন্দর বা দরগা গেইট এ হোটেল এ উঠলে সাধ্যের মধ্যে পেয়ে যাবেন। রাত টা কাটালেন।সকাল বেলা ঘুম থেকে উঠে শাহাজালাল এর মাজার জিয়ারত করে ফেললেন।তারপর রওনা হলেন শাহপরানের মাজার জিয়ারত করতে -শাহজালাল এরমাজার এর ভিতর থেকেই সিএনজি পাবেন কিন্তু এইখান থেকে না নিয়ে বাইরে থেকে ২০০ টাকায় পেয়ে যাবেন। ঠিক একইভাবে ফিরে আসুন।

হরেক রকম খাবার দিয়ে দুপুর বেলার খাবার খেয়ে নিন পাচ ভাই রেস্টুরেন্ট থেকে জল্লার পার থেকে অনেক কম খরচে।তারপর একটু রেস্ট নিয়ে সন্ধায় চলে যান পুরান পুলের নিচে আলিয়া আমজাদের ঘড়ির পাশে দাঁড়িয়ে একটা সেল্ফি তুলতেই পারেন।পাশেই সুরমা নদী দেখতে দেখতে চা,ফুসকা কিংবা চটপটি খেয়া নিতে পারেন। তার পর চলে যান শেখঘাট ব্রিজ এ ইচ্ছামত আড্ডা দিয়ে ফিরার সময় রাতের খাবার খেয়ে চলে আসতে পারেন। জেনে রাখার জন্য :শহরের মধ্যে রিকশা দিয়ে ঘুরাঘুরি করেন ভাড়া ২০-৪০ এর মধ্যে।

চলবে………………

Related Posts

6 Comments

Leave a Reply