চাকরি বিষয়টি আমাদের দেশে শোনার হরিণ পাওয়ার মতো। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখলে আমরা কোনো কিছু চিন্তা না করে হুমড়ি খেয়ে পড়ি। সবাই চাই একটি ভালো মানের চাকরি করতে, যাতে জীবনে ভালো ভাবে চলার নিশ্চয়তা পাওয়া যাই। তরুণ রা চাকরির বিকল্প কিছু চিন্তা করতে হিমশিম খাই, কারণ পরিবারের ইচ্ছে ভালো চাকরি করবে। চাকরির প্রতি মানুষের একটি দুর্বলতা কাজ করে।
এখন কার বাজারে চাকরি দেয়ার নাম করে বিভন্ন ফাঁদে পেলে অনেকেই এটি নিয়ে ব্যবসা করে। তারা শুধু আপনার ক্ষতি করবে। আর আমরাও কোনো কিছু চিন্তা না করে সেই ফাঁদে পড়ি। চাকরি এর জন্য চেষ্টা করা দোষের কিছু নোই। আমরা যাতে বুঝে শুনে সঠিক জায়গায় চেষ্টা করি, তাহলে আপনি সফল হবেন।
এই বিষয় গুলো মনে রাখবেন :-
*চাকরির বিজ্ঞপ্তি দেখে আমরা যাতে হুমড়ি খেয়ে না পড়ি – একটু সময় নিয়ে বুঝে শুনে তারপর আবেদন করি।
*বিভিন্ন অনলাইন মিডিয়াতে চাকরির বিজ্ঞাপনের অভাব নাই – বিজ্ঞাপন গুলো ভালো ভাবে দেখে নিবেন।
খারাফ চক্রের হাত থেকে বাঁচার জন্য কয়েকটি উদাহরণ দেয়া হলো আপনাদের সুবিদার্থে :-
-তারা আপনাকে বিভিন্ন লোভনীয়/আকষণীয় বেতনের কথা বলবে।
– নিজ এলাকায় চাকরি দেয়ার প্রলোভন দেখাবে।
– থাকা-খাওয়ার সুব্যাবস্থা আছে।
– আগে আসলে আগে চাকরি পাবেন।
– বিজ্ঞাপনে দেখবেন , আসামাত্র জয়েন।
– জে এস সি / এস এস সি পাস হলেই চলবে।
– আপনার কাছে ফরম ফ্রি এর টাকা চাইবে।
– ফাইল সাবমিট বাবদ আপনার কাছে টাকা চাইবে।
– চাকরি দেয়া বাবদ কিছু জামানত লাগবে।
– উৎসবে ফুল বোনাস পাবেন ইত্যাদি।
উপরের এই ধরণের বিষয় গুলো থাকলে ওই প্রতিষ্ঠানে আপনি চাকরির আবেদন করা থেকে বিরত থাকুন। তাই আমি আমাদের দেশের ৫ টি বিশস্ত চাকরির সাইট নিম্নে উল্লেখ করলাম পাঠকদের সুবিদার্থে :-
BDJobs.com
এই সাইট টি বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির সাইট । এই সাইটের দৈনিক ভিজিটর ১,১০,০০০ এবং ৪০ মিলিয়ন মাসিক পেজ ভিউ রয়েছে।
Job.com.bd
এই সাইট টি বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত চাকরির পোর্টালগুলোর একটি। সাইটটি 2005 সাল থেকে যাত্রা শুরু করেছে ।
Chakri
Chakri.com বাংলাদেশে একটি চাকরির পোস্টিং সাইট । সাইটটি চাকরিপ্রার্থীদের অনুসন্ধানকে সংক্ষিপ্ত করে এবং চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।
JobIsland
JobIsland.com হল একটি চাকরির বোর্ড যেটি নিয়োগকর্তা এবং কর্মসংস্থান সংস্থাগুলি থেকে ঐচ্ছিক প্রিমিয়াম জব পোস্টিং এবং বৈশিষ্ট্যযুক্ত চাকরির বিজ্ঞাপন সহ বিনামূল্যে চাকরির পোস্টিং প্রদান করে।
BDJobstoday
BDJobstoday চাকরির তালিকা দেয় যেগুলো সংবাদপত্রেও প্রকাশিত হয়।
অবশেষে বলবো চাকরির ক্ষেত্রে তাড়াহুড়া না করে আমরা যেন ভালো ভাবে বুঝে তারপর প্রদক্ষেপ নিই। পোস্ট টি ভালো লাগলে অবশই কমেন্ট করে জানাবেন।