এক্সরে সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি | শরীরের কোনো অংশের হাড় ভেঙে গেলে বা ব্যথা তৈরী হলেই আমরা এক্সরে করে থাকি | এবং এক্সরের সাহায্যে পরিষ্কার বোঝা যায় যে শরীরের কোন অংশের হাড় ভেঙেছে |
এখন পর্যন্ত আমাদের দেশে সাদা কালো এক্সরের বহুল প্রচলন রয়েছে |কিন্তু বর্তমানে ইউরোপে সাদা কালো এক্সরের পরিবর্তে আবিষ্কার হয়েছে বহুল প্রচলিত 3D এক্সরে অর্থাৎ ত্রিমাত্রিক এক্সরে | এই এক্সরের সাহায্যে হাড়ের ভাঙ্গন এবং রোগ নির্ণয় করা যাবে আরো নিখুঁতভাবে |
বিজ্ঞানীরা ধারণা করছেন এই ত্রিমাত্রিক এক্সরে বিপুলভাবে সাড়া জাগাবে এবং এর সাহায্যে অনেক কঠিন কঠিন রোগ ধরা পড়বে| অনেক সময় সাদা কালো এক্সরে ব্যবহারে হাড়ের ভাঙ্গণ ঠিকভাবে বুঝা যায় না | সেই ক্ষেত্রে এই এক্সরে তার পরিপূরক হিসেবে কাজ করতে সক্ষম হবে |
এই এক্সরের মাদ্ধমে ধারণকৃত ছবি আরো চকচকে ও রঙিন হবে |এবং এই এক্সরে পার্টিসেল ট্র্যাকিং টেকনোলজির মাদ্ধমে তৈরী হয়েছে | এই এক্সরে হাড়ের ক্যানসার নির্ণয় করতেও সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে |
Nc
Ok
Nice
❤️
Nice