চোখের পাতা লাফানোর কারণ কী,
এবং এর প্রতিষেধক কী
চোখের পাতা লাফালে অনেকেই মনে করে যে , সামনে বিপদ হবে । চোখের পাতা লাগানোর একটা কুসংস্কার মানুষের মনে আছে । এই চোখের পাতা নাচা কোন কুসংস্কার নয় । চোখের পাতা নাচা একটা রোগ ।
চোখের পাতা লাফানোর এই রোগটির নাম ডাক্তারী ভাষায় Myokymia
চোখের পানি শুকিয়ে গেলে এই সমস্যা হয় । চোখের মাংসপেশী সংকোচের ফোলে চোখের পাতা লাফানোয় ।
কী কী কারণে চোখের পাতা লাগানোয় ?
১. চোখের পানি শুকিয়ে গেলে
২. এলার্জি থাকলে
৩. দৃষ্টি শক্তি দুর্বল হয়ে গেলে
৪. মানসিক সমস্যায় থাকলে
চলুন কীভাবে বন্ধ করবেন চোখের পাতা লাগানো ?
ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা ।
ড. সুহ বলছেন, লাইফস্টাইলে পরিবর্তন আনাটা জরুরি। ইলেকট্রনিক স্ক্রিনের দিকে একবারে বেশি সময় না তাকিয়ে থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। কম্পিউটার সামনে বসে কাজের সময় প্রতি ১০ মিনিট পর পর চোখ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে বলছেন তিনি। এরপর কিছুক্ষণের জন্য তাকাতে হবে দূরের কোনো বস্তুর দিকে।
ড. সুহ বলছেন, এর জন্য সর্বোচ্চ ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগবে। তাই কেউ যদি বলে সময় নেই, সেটা ঠিক না।
What is the reason for jumping the eye, and what is the antidote? Many people jumped in the eyes that think that there will be danger. There is a superstition in the eyes of the eye. This eye leaves are not a superstition. The eye of the eye is a disease. This problem is that the name of this disease is drying to play the eye of my eye after the eye of the eye. Eye muscle contains the eye of the eye poultry. What is the eye-pace? 1. If the tears are dry up 2 If there is allergy 3 When the sight is weakened 4 If you are in emotional problems, how stop? Preventing from the error of electronic devices. Said. Suh says, it is important to change in lifestein. He also advised not to look at the electronic screen at once. He said that after the 10 hours of the work, after the 10 minutes, he said to keep a bed for a while. Then there will be a look at a matter of far away. Said. Suh says, it will take the highest 10 to 15 seconds. So if no one says that, it’s not right.