করােনা ভাইরাসে আতঙ্ক নয় ! সুরক্ষার জন্য চাই সঠিক সচেতনতা !

বিসমিল্লাহি রহমানের রাহিম

সকল প্রশংসা মহান আল্লাহতালার

আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি

আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

করােনা ভাইরাসে আতঙ্ক নয় !

সুরক্ষার জন্য চাই সঠিক সচেতনতা !

করােনা ভাইরাস প্রতিরােধে ও সুরক্ষার জন্য সচেতনতামূলক প্রচারভিযান
( প্রতিরােধে যা করতে হবে । )

নিয়মিত জীবাণুনাশক , সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন ।

কাশি বা হাঁচি দিচ্ছেন এমন ব্যক্তি থেকে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন ।

হাত না ধুয়ে চোখ , নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন ।

হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু বা হাতের কনুই দিয়ে নাক ও মুখ ঢেকে রাখুন ।

যেখানে সেখানে থুথু নিক্ষেপ করবেন না অসুস্থ ব্যক্তি বা প্রাণীর সংস্পর্শে আসা থেকে বিরত থাকুন ।

বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিস্কার করুন । বাইরে ব্যবহৃত জুতা ঘরের ভিতরে ব্যবহার করবেন না । খালি পায়ে হাঁটবেন না ।

কারাে সঙ্গে হাত মেলানাে বা আলিঙ্গন করা থেকে বিরত থাকুন ।

বিয়ে , জন্মদিন , সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ না করা ।

গণ পরিবহণে চলাচল থেকে বিরত থাকুন ।
.
• জ্বর , কাশি ও শ্বাসকষ্ট অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হােন এবং অন্যের সংস্পর্শ থেকে দূরে থাকুন ।

• স্বাস্থ্যসেবায় নিয়ােজিত চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ অনুসরণ করুন ।
• অসুস্থ বােধ করলে বাড়িতে অবস্থান করুন ।

জনাকীর্ণ স্থানে সতর্ক থাকুন , মাস্ক ব্যবহার করুন ।

• কাপড় একবার ব্যবহার করে ধুয়ে ফেলুন ।

• শিশু , বৃদ্ধ ও ক্রণিক রােগীদের অধিকতর সতর্ক থাকতে বলুন ।

• নিজেকে ও অন্যকে নিরাপদ রাখতে বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন । রান্না করার আগে ভালাে করে শাক – সবজি , মাছ | মাংস ধুয়ে নিন ।

• যে কোন খাবার ভালাে করে সেদ্ধ করে রান্না করুন ।

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা করােনা ভাইরাসে আতঙ্ক নয় ! সুরক্ষার জন্য চাই সঠিক সচেতনতা ! করােনা ভাইরাস প্রতিরােধে ও সুরক্ষার জন্য সচেতনতা মূলক
বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা সবাই এই নিয়ম অনুযায়ী মেনে কাজ করবেন

আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা সবাই শিখে নিন

আমার কোন ভুল হলে আমাকে মাফ করে দিয়েন

আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি

জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান

আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?

যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।

আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান

আল্লাহ হাফেজ

Related Posts

11 Comments

মন্তব্য করুন