জনসংখ্যা একটি সক্রিয় উপাদান যা প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অধিক সম্পদ সৃষ্টি করে । বস্তুত একটি কাম্য পরিমাণ বিশিষ্ট শিক্ষিত ও দক্ষ জনশক্তি একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। অপরদিকে, একটি দেশের প্রাকৃতিক সম্পদ ও ভূমির তুলনায় যখন জনসংখ্যা অধিক হয় তখন তাকে জনসংখ্যা সমস্যা বলা হয়। এ অবস্থায় জনসংখ্যা দেশের দায় বা বােঝা হিসেবে বিবেচিত হয়। দেশের প্রাকৃতিক সম্পদের তুলনায় জনসংখ্যা অধিক হলে অপ্রতুল সম্পদের ওপর চাপ সৃষ্টি হয়। মানুষের মৌলিক চাহিদা পূরণ অনেকাংশে ব্যর্থ হয়। ফলে মাথাপিছু আয় ও উৎপাদন কম হয়। জীবনযাত্রার মান নেমে যায়, খাদ্য ঘাটতি দেখা দেয় এবং বেকার সমস্যা সৃষ্টি হয়। অপরিকল্পিতভাবে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে। বাংলাদেশের বেকার সমস্যা ক্রমাগত তীব্র আকার ধারণ করেছে। অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি না হওয়াতে কর্মসংস্থানের সুযােগ সবিধা সীমিত হয়ে যাচ্ছে। কিন্তু জনসংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে কর্মসংস্থানের যতটুকু সুযােগ সৃষ্টি হচ্ছে তার থেকে অধিক জনসংখ্যা হওয়ায় অনেকেই বেকার হয়ে পড়ছে। ফলে বেকার সমস্যা দিন দিন বাড়ছেই। আর এ বিষয়টি ব্যাপক হারে পরিলক্ষিত হয় । বেকার থাকার কারণে মানুষেরা সমাজ ও দেশের বােঝা হিসেবে পরিগণিত হচ্ছে। অন্যদিকে, অর্থ উপার্জনের ব্যবস্থা না থাকায় এ ধরনের মানুষ মানবেতর জীবনযাপন করছে, যা তাদের করুণ অবস্থা সৃষ্টি করছে। সুতরাং জনসংখ্যা সমস্যাই মানুষের করুণ অবস্থার জন্য দায়ী।একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে জনসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। তবে উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়। দেশের অশিক্ষিত ও কর্মহীন জনগােষ্ঠী বিশেষ করে তরুণদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করে জনসংখ্যাকে অনায়াসে জনসম্পদে পরিণত করা সম্ভব। বর্তমানে এদেশের জনসংখ্যার একটি বিরাট অংশ তরুণ জনগােষ্ঠী। এ তরুণ জনগােষ্ঠীর কর্মসংস্থান করা সম্ভব হলে দেশটি অতি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করবে। বাংলাদেশ থেকে বিদেশে প্রেরিত জনশক্তি যদি দক্ষ এবং পেশাজীবী জনশক্তি প্রেরণ করা যায় তাহলে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন। বহুগুণে বৃদ্ধি পাবে। ভারত, ব্রাজিল ও পাকিস্তানের মতাে দেশ এ সুযােগ। কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করছে। বিশেষ। করে ভারত তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আজ বেশ এগিয়ে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের মতাে উন্নত দেশেরও তথ্য প্রযুক্তিখাতের ২৩ ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল।এমতাবস্থায় তরুণদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণ করা যায় অথবা দেশেই আত্মসংস্থানমূলক কাজে উৎসাহিত করা যায়, তাহলেই দেশের আর্থসামাজিক অগ্রগতি সাধিত হবে।সুতরাং মানুষদের জনসম্পদে পরিণত করতে পারলে দেশ একদিকে জনসংখ্যা বােঝা থেকে মুক্তি পাবে অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নতি সাধিত হবে ।
নবম শ্রেণির অর্থনীতি এসাইনমেন্ট ২০২১
আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে...