বাংলা সাহিত্যে আপনি যদি সেরা ১০ টি বইয়ের তালিকা করেন ,তাহলে সেই তালিকার অন্যতম একটি বই হবে “ সাতকাহন। “ হ্যাঁ, সাতকাহন এক কিশোরীর সংগ্রামী জীবনের বেড়ে ওঠার গল্প।
এই বইটি আমার চিন্তাধারার পুরোটাকে বদলে দিয়েছিলো। এইচ এস সি পরীক্ষার পর অন্যান্যদের মতো আমিও ভেবেছিলাম,” কপালে যা আছে, তাই হবে।“ কিন্তু দীপাবলির সাথে যখন পরিচিত হই, তখন মনে হয় যে, না এভাবে হাল ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। আমার ভাগ্য আমাকেই গড়তে হবে।
মূলত, এই বইটার মাধ্যমেই আমার পাঠক জীবনের সাথে লেখক সমরেশ মজুমদার-এর পরিচয় হয়।
এরপর ঠিক করি লেখকের আরো কিছু বই পড়া দরকার। তাই খোঁজ নিলাম। এবং পেলাম কিছু অসাধারণ বইয়ের নাম। সত্যমেব জয়তে, মেয়েরা যেমন হয়, উত্তরাধিকার, কালবেলা, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, দিন যায় রাত যায়, আট কুঠুরি নয় দরজা, আমাকে চাই, দায়বন্ধন, দৌড়, আকাশের আড়ালে আকাশ ইত্যাদি।
মফস্বল এলাকা হেতু লেখকের কোনো বই পেলাম না। তাই ঢাকা থেকে আনালাম, ত্রিরত্ন(উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ)। এই তিনটি বইয়ের মাধ্যমে সমরেশ মজুমদারকে নতুন করে চিনলাম। চোখের সামনে সেই সময়ের সমাজ,প্রেম, বিপ্লব ও বিদ্রোহ দেখতে পেয়েছিলাম।
এরপর পরিচয় হয় জয়িতার সাথে। এ যেন চোখের সামনে একজন নারীর চিরাচরিত রূপের পরিবর্তন। সমাজের বিরুদ্ধে, সমাজের পরিবর্তনে জয়িতা নিজেকে যেভাবে বিলিয়ে দিয়েছিলো, তা চিরস্মরণীয়।
গর্ভধারিণী সমরেশ মজুমদারের একটি মাস্টারপিস বই। এই বই পড়ে সম্পুর্ণ ভাবে জয়িতার প্রেমে পড়েছিলাম। ভুলতে পারিনি জয়িতাকে। তবে ভুলে গিয়েছিলাম নিজের বয়ফ্রেন্ডকে।
এরপর কলিকাল, বর্ষায় জ্যেস্নার মেঘ, মৌষলকাল সহ আরো অনেক বই।
তবে সবচে বেশি থ্রিলিং হলো “ আট কুঠুরি নয় দরজা”। এখনো আকাশলালকে সামনে দেখতে পাই। সমরেশ মজুমদারের লেখায় প্রকৃতি, সমাজ, বিপ্লব ও বিদ্রোহ একসাথে অনুভব করা যায়।
সমরেশ মজুমদারের লেখা আরেকটি অন্যতম বই হলো “ মেয়েরা যেমন হয়।“ আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে মেয়েরা কেমন হয়। লেখক সমরেশ মজুমদার এই প্রশ্নের জবাব খুব ভালোভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন।
ব্যক্তিগত ভাবে আমি এই লেখকের লেখা সংগ্রহ করার চেষ্টা করছি। মনে মনে কখনো নিজেকে মাধবিলতা, কখনো জয়িতা কখনো বা দীপাবলির জায়গায় কল্পনা করি।
আমাদের জীবনের পরতে পরতে অনেক ঘটনা লুকিয়ে থাকে। সেসব ঘটনা আমরা খুঁজে পাই প্রিয় লেখকের লেখায়। লেখক সমরেশ মজুমদার তার সুনিপূন লেখা দিয়ে আমাদের জীবনের নানা কাহিনীকে তুলে ধরেছেন।
তেমনি আমার প্রিয় লেখক সমরেশ মজুমদার। আজকে তার জন্মদিনে আমার প্রিয় লেখককে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।