জীবন শেষ ( মৃত্যু )

মৃত্যু একদিন সবারই হবে,,,,

 

একদিন আমারও নাম মসজিদের মাইক কে বলা হবে সবাই শুনবে কিন্তু আমি শুনবো না, ,

একদিন আপনারও নাম মসজিদের মাইক কে বলা হবে, সবাই শুনবে কিন্তু আপনি শুনবেন না, ,,,

আজ হয়তো আপনি নামজ পড়ছেন না, আল্লাহর ইবাদত করছেন না,, ভাবছেন কাল থেকে করবো কিন্তু সেই কাল যে আপনার জীবনে আসবে তার কোনো গ্যারান্টি আছে আপনার কাছে ?

আপনি কী জানেন মৃত্যু আর ঘুম ভাই – ভাই ,,,ঘুম ভাঙ্গলে সকাল আর না ভাঙ্গলে পরকাল ,,,,

আপনি যে সকালে ঘুম থেকে উঠতে পেরেছেন তার জন্য কী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন  ??

ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে ক্ষমা চান কারন একদিন হয়তো এমন দিন আসবে আপনি আর ঘুম  থেকে উঠতে পারবেন না,,,,

আপনি  যে বাসা থেকে বের হয়েছেন হয়তো আপনার আর বাসায় ফেরা হবে না ,,সেজন্য বাসা থেকে বের হওয়ার সময় একবার হলেও আল্লাহ কে মনে করুন,,, ,

কোনো কাজ করার আগে একবার হলেও আল্লাহ কে মনে করুন কারন সেটাই হতে পারে আপনার জীবনের শেষ কাজ ,,,,

কাল থেকে নয় আজকে থেকেই আল্লাহর ইবাদত করা শুরু করুন ,,,

 

খোদা হাফেজ

 

Related Posts

7 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

মন্তব্য করুন