আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন। আপনাদের সাথে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবার হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের খানিকটা হলেও কাজে লাগবে।
আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইউটিউব। ইউটিউবের কথা শুনেছি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। বাচ্চা থেকে বয়স্ক ব্যক্তি প্রযুক্তির কল্যাণের ফলে ইউটিউবের নাম কারোরই অজানা নয়।মানুষের প্রত্যেক সমস্যার যদি ৮০ ভাগ সমস্যা ইন্টারনেট দূর করে থাকে সেই ৮০ ভাগ সমস্যার ৬০ ভাগ সমাধান হয়েছে ইউটিউবের মাধ্যমে।
ইউটিউব বর্তমান বিনোদনের অন্যতম আধার।শুধুমাত্র বিনোদন জগতে নয় লাইফস্টাইল, বিনোদন, পড়াশোনা, ক্রাফটিং, রান্না বান্না প্রায় আরও অনেক কিছুরই টিউটোরিয়াল রয়েছে ইউটিউবের মধ্যে।ইউটিউবের মধ্যে ভিডিও এবং অডিও এর মেলবন্ধনের ফলে একসাথে দুই জিনিসের সমন্বয় ঘটে বলে ইউটিউবের চাহিদা বর্তমানে সবার তুঙ্গে।
একসময় বাংলাদেশে ইউটিউব জনপ্রিয় ছিল না।কিন্তু বর্তমানে ইউটিউবের জনপ্রিয়তা কারো কাছে অজানা নয়।তাছাড়াও বর্তমানে ইউটিউবের মাধ্যমে টাকা আয় করা যায় বিধায় ছোট, বড়,মাঝারি সকল মানের ইউটিউবার রয়েছে আমাদের দেশে।বাংলাদেশেও রয়েছে জনপ্রিয় কিছু ইউটিউবার। চলুন জেনে আসি তাদের সম্পর্কে বিস্তারিতঃ
১.শিক্ষামূলকঃযদি শিক্ষামূলক চ্যানেল খুজে থাকেন তাহলে robi 10 minute school
কিছু শিক্ষামূলক চ্যানেল রয়েছে।
সেখানে আপনি আপনার লেবেল অনুযায়ী সকল ধরনের শিক্ষা উপকরণ পাবেন।
২.হাস্যরসাত্নকঃআপনি যদি হাস্যরসাত্নকমূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে salman the brownfish চ্যানেলে ঘুরে আসতে পারেন।
৩.রোস্টিংঃআপনি যদি রোস্টিং পছন্দ করে থাকেন তাহলে ঘুরে আসতে পারেন tahseenation চ্যানেলে থেকে।
এতক্ষণ আলোচনা করলাম জনপ্রিয় কিছু চ্যানেল এর কথা।এখন আসি কিভাবে শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল খুলে আপনি আয় করতে পারেন।তার কিছু টিপস এবং ট্রিকস নিচে আলোচনা করা হলোঃ
১.প্রথমত একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।
২.ভালো মানের কন্টেন্ট এর আলোকে ভিডিও তৈরি করতে হবে।
৩.১হাজার সাবাস্ক্রাইব করে সেই চ্যানেলকে গুগল এটেন্ডেন্স এর জন্য আবেদন করতে হবে।
৪.বিভিন্ন বড় বড় কোম্পানিতে আপনার চ্যানেলের লিংক ছাড়তে হবে।যতবার ভিউ হবে ততবার আয় হবে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ইউটিউব নিয়ে কোন ধরনের জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন