ডেঙ্গু মশা চিনবেন যেভাবে

 

ডেঙ্গু মশা চিনবেন যেভাবে

চারদিকে যেভাবে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়েছে তাতে সবারই সচেতন থাকা উচিত । আর সবাই এমন ভয়ে আছে যে কোন মশা কামড়ালেই মনে হচ্ছে ডেঙ্গু হবে না তো ? এটা এডিস মশা নয়তো ?

এডিস মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হচ্ছে । আর এডিস মশা অন্য মশাদের থেকে আলাদা ,আমরা এদেরকে শনাক্ত করতে পারি । আমরা কেউ এই মশাকে দেখিনি, বা চিনিনা , তাই আমরা আজকে চিনবো আর ছবিতে দেখবো আসোলে কেমন সে এডিস মশা।

*এই মশা গুলোন অন্য সাধারন মশার থেকে আলাদা । এদের গায়ে ডোরা কাটা চিহ্নের মতো থাকে ,বাঘের গায়ের মতো ।

*এই এডিস মশা গুলো দেখতে ছোট আকৃতির হয় , আর এগুলোর পিঠে বীণার মতো চিহ্ন থাকে।

*এডিস মশাগুলো অনেক উপর পর্যন্ত উড়তে পারে । ৪০০ থেকে ৬০০ ফুট পর্যন্ত খুব সহজেই উড়তে পারে । এই সাইন টা মশাকে চেনার অন্যতম একটা বিষয় ।

*এই মশা গুলো সকাল আর বিকেলে কামড়িয়ে থাকে । আর এই মশা কামড়ালে কোনো চুলকানি বা দাগ থাকে না ।

*এডিস মশা গুলো থাকে খুবই পরিষ্কার পানিতে । বিভিন্ন জায়গায় যে পানিগুলো জমে থাকে সেগুলো তে জন্ম হয় এডিস মশার ।

বর্তমানে বাংলাদেশে যে হারে ডেঙ্গু আতঙ্ক রয়েছে ,তাতে সকলেই ভয়ের মধ্যে আছে , কখন যে ডেঙ্গু হয়ে যায়।

তারপর ও সচেতন থাকুন ,তাহলেই হয়তো বা ডেঙ্গু থেকে বাচতে পারেন ।

Related Posts