Cheap price backlink from grathor: info@grathor.com

দেশে তৈরি হলো ভেহিকল ট্র‍্যাকার “প্রহরী”

কেমন হতো যদি আপনি ঘরে বা অফিসে বসেই আপনার গাড়ির চলাচল পর্যবেক্ষণ করতে পারেন! উন্নত দেশের মতোই বর্তমানে বাংলাদেশে চালু হলো ভেহিকল ট্র্যাকার “প্রহরী“।

 

জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করার যন্ত্র বা ভেহিকল ট্র্যাকার বাজারে এনেছে অন্য রকম ইলেকট্রনিকস কোম্পানি লিমিটেড। দেশীয় প্রযুক্তিতে ও দেশে তৈরি ‘প্রহরী’ নামের এই ট্র্যাকিং ডিভাইস তৈরির গবেষণায় ছিল পাইল্যাবস বাংলাদেশ লিমিটেড

যেকোনো ধরনের গাড়ির চলাচল সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রহরী ব্যবহার করা যায়। লাইভ ট্র্যাকিং, জ্বালানি মনিটরিং, গাড়ির দরজার বন্ধ নাকি খোলা, জিওফেন্সিং, ডেস্টিনেশন অ্যালার্ট, এসি ব্যবহার, বেশি গতি—এমন ২০টির বেশি সুবিধা পাওয়া যাবে এতে। ব্যক্তিগত ও করপোরেট চাহিদাভেদে চারটি প্যাকেজে পাওয়া যাচ্ছে প্রহরী। এগুলো হলো লাইট, বেসিক, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম। দাম পড়বে ৪,৪৯৯ থেকে ১১,৯৯৯ টাকা পর্যন্ত। সঙ্গে প্রতি মাসে প্যাকেজ অনুযায়ী ৪৫০ থেকে ৬৯৯ টাকা পর্যন্ত ফি দিতে হবে।

www.prohori.com ঠিকানার ওয়েবসাইটে থেকে ফরমাশ জানানো যাবে।

Related Posts

4 Comments

Leave a Reply