ধাপে ধাপে নিজেকে পরিবর্তন করূন

পরিবর্তন শব্দটা শুনতে খুব সহজ হলেও কাজের ক্ষেত্রে অতটা সহজ নয়।

পরিবর্তনের আসল অর্থ হলো, আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থাকে পরিবর্তন করা।

আপনার প্রচুর ধন-সম্পদ আছে, কিন্তু আপনার খারাপ চরিত্রের কোন পরিবর্তন নাই তাহলে আপনি ব্যর্থ।

কেন জানেন?

এই পৃথীবিতে সবচেয়ে বেশি মূল্য আপনার চরিত্রের।

আপনার মৃত্যুর আগে কিছু মানুষ সারাক্ষণ আপনার সঙ্গে থাকার চেষ্টা করবে কারণ আপনার টাকা আছে।

কিন্তু মৃত্যুর পর?

সবাই আপনাকে ভুলে যাবে।

অপরদিকে আপনি যদি একজন সৎ, চরিত্রবান হয়ে থাকেন তাহলে জীবিত থাকতে মানুষ আপনাকে যতটা ভালোবাসতো মৃত্যুর পর তার থেকেও বেশি ভালোবাসে আপনাকে।

আপনি তাদের অন্তরে মৃত হয়েও অমর হয়ে থাকবেন।

তাই নিশ্চয় বুঝতে পারছেন আপনার চরিত্রের পরিবর্তন কেন প্রয়োজন?

তাহলে আসুন এবার জেনে নি কীভাবে চরিত্রের পরিবর্তন করবেন?

ভালো করে চোখ পরিষ্কার করে পড়ুন আর ভেবে দেখুন।

১। আপনি কী মিথ্যুক? প্রতিদিন ১০০তে ৯৯টা মিথ্যা বলা ছাড়া আপনার ভালো লাগে না?

ভাবছেন কীভাবে এই বদঅভ্যাস পরিহার করবেন?

চিন্তা নাই। আমার পরামর্শ আপনার কাজে আসবে।

আপনি মিথ্যা আস্তে আস্তে ছেড়ে দিন। যেখানে আপনি ১০০%মিথ্যা বলেন সেখানে আপনি ৮০%বলুন তারপর দিন ৫০% তারপর দিন ৩০%তারপর দিন ০০%। দেখবেন এক সাপ্তাহর মধ্যে আপনি একজন সত্যবাদী যুবক হয়ে উঠেছেন।

আরও আস্তে আস্তে চেষ্টা করতে পারেন।

২। আপনি কী কোনদিন কাউকে খুব কষ্ট দিছেন? ভাবছেন এর প্রায়শ্চিত্ত কীভাবে করা যায়?

ক্ষমা চেয়ে নিলে কেমন হয়?

জি না আপনাকে ক্ষমা চেয়ে নিজেকে নিচু বানাতে হবে না।

আমি যেটা বলবো আপনি আপনার ভালোবাসা দিয়ে ওর মনকে জয় করূন। আপনি তাকে নতুন নতুন গিফট দিন।

দেখবেন খুব অল্পদিনে সে আপনাকে ক্ষমা করে দিয়েছে।

৩।আপনি পর্ণগ্রাফিতে আসক্ত? প্রতিদিন কমপক্ষে ২বার হস্তমৈথুন করা ছাড়া ঘুমই আসে না?

মদ্যপানের মতো এটাও একটা নেশা হয়ে উঠেছে? ভাবছেন কীভাবে এই সমস্যা থেকে বাঁচা যায়?

তাহলে শুনুন, কাজে আসবে।

ডেইলি আপনি ২বার হস্তমৈথুন করেন? তাহলে আজ ১বার করূন।

তারপর সর্বোচ্চ চেষ্টা করূন নিজেকে কন্ট্রোল করার। এরপরের দিন শুধু পর্ণ দেখে ঘুমিয়ে যান। এরপরের দিন আরেকটু কম দেখুন। একসময় একদম দেখা বন্ধ করে দিন।

এবার আপনার কাজ হলো, ওই সকল পর্ণ থেকে ১০০হাত দূরে থাকা।

যেসকল ওয়েবসাইট এ এগুলা আছে ওইসকল ওয়েবসাইট ভিজিট করাকে আগুনে ঝাপ দেওয়ার মতো ভয়ঙ্কর মনে করূন।

এক পর্যায়ে দেখবেন আপনি পর্ন থেকে মুক্ত।

আজ প্রাথমিক ৩টা বদঅভ্যাস নিয়ে আলোচনা করলাম। আর কোন একদিন আরও বদঅভ্যাস নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

কী নিয়ে আলোচনা করলে ভালো হয় তা কমেন্টে জানান।

Related Posts