বুদ্ধি হওয়ার পর থেকে অনেক গুনাহ করে ফেলছেন। পৃথিবীতে এমন কোন গুনাহ নেই যে আপনি করেন নাই।
দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কাজ আপনি করেছেন। কিন্তু আজ জীবনের এই পর্যায়ে এসে হয়তো আপনি খুব আফসোস করতেছেন আর ভাবতেছেন এই গুনাহর প্রায়শ্চিত্ত আর সম্ভব নয়!
জি না ভাই, লা তাহজান। আপনি ভুলে যাবেন না, আল্লাহর রহমতের কাছে আপনার গুনাহ অনেক নগণ্য। আপনি যত গুনাহ করেন না কেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন তাওবার মাধ্যমে।
একজন বাবা কখনও পারে না তার সন্তানকে দূরে সরিয়ে দিতে। শত বকাবকি করার পরও দিনশেষে আপনাকে আবার কাছে টেনে নেয়।
চিন্তা করূন যে বাবার অন্তরে আল্লাহ এত্ত দয়া দিতে পারে সে আল্লাহ কেমন হতে পারে?
তাই আসুন, আমরা নতুনভাবে জীবন শুরূ করি। ২চোখের পানি ফেলে আল্লাহর কাছে তাওবা করে মনে করূন আজ আপনি নতুন দুনিয়াতে এসেছেন।
আপনি এখন নিষ্পাপ। তাই নতুন করে জীবন শুরু করূন।