নারিকেলের খোসা নাকি আমাজনে ১৩০০ রুপিতে বিক্রি হচ্ছে ! হতে পারে নতুন সম্ভাবনা
নারিকেলের খোসা নাকি আমাজনে ১৩০০ রুপিতে বিক্রি হচ্ছে ! হতে পারে নতুন সম্ভাবনা
আজকে নিয়ে আসলাম এক আজগুবি খবর , যা ভারতীয় একটি সংবাদ পত্রে প্রকাশ করা হয়েছে । তো চলুন আমরা সবাই মিলে সংবাদটির মজা নেই ।
নারিকেলের খোসা সম্পর্কে আমরা জানতাম এগুলো ফেলে দেওয়া হয় , আর না হলে আমরা এগুলো দিয়ে খড়ি হিসেবে বাল করা হয় । আর আমার জানা মতে ছোটবেলায় আমরা এই নারিকেলের খোল দিয়ে মানে মালই (আমাদের দিনাজপুর ভাষায় একে মালই বলি )
দিয়ে ছোট বেলায় কতো খেলেছি তার কোনো হিসেবি নেই । আর এখন কি শুনছি রে ভাই । এই নারিকেলের খোল নাকি ১৩০০ রুপি দিয়ে এমাজনে কেউ বিক্রি করছে । এই রুপিকে টাকাতে রুপান্তর করলে ১৫০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত হতে পারে ।
সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয় টা দেখা যায় তখন সবাই এমাজন কে নিয়ে মজা করতে শুরু করে। আমরা যে নারিকেল কে ২০-৩০ টাকায় কিনে তার খোসা ফেলে দিই সেটা কি না আমাজনে ১৩০০ টাকায় বেচা হচ্ছে ।
আমাজনে এই পন্যের নাম দেওয়া হয়েছে ‘প্রাকৃতিক নারকেলের খোল কাপ’ । শুধু তাই নয় কয়েকজন এই পন্য টি কিনেছেন ও বটে ।
এখন আমার মনটা বলছে সালা , কেনো এমাজন টা আমাদের দেশে আসলো না , আমিও নারিকেলের খোল বা মালই বিক্রি করতাম । কেউ জানার আগেই নিজের একটা নাম করে ফেলতাম ।
সরি ভাই সকল, একটু আবেগে বইয়ে গেছিলাম ।
আমি এই খবর টা একজায়গায় পেলাম , তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
আপনাদের সুবিধার জন্য আমি একটা স্ক্রিনশট দিয়ে দিবো ।
এটা যদি এরকম দামে বিক্রি হয় তাহলে আমাদের জন্য একটি নতুন সম্ভাবনা তৈরী হবে বলে মনে করছি। যদিও এই সংবাদ টি একটি আজাইরা সংবাদ ।
তাছাড়াও নারিকেলের খোল দিয়ে অনেক খেলনা , অনেক আসবাবপত্র দেখেছি । হয়তো এটা নিয়ে কাজ করলে অনেকেই সফল হতে পারবে।
এ সম্পর্কে আমি একটা পোস্ট দেখেছিলাম , ঠিক মনে নাই । ইউটিউবে নাকি এই নারকেলের খোল থেকে কিভাবে বিভিন্ন জিনিসপত্র বানাতে হয় তার ভিডিও রয়েছে তো আপনারা চাইলে সেগুলো সার্চ করে দেখতে পারেন । একটু কষ্ট তো করতেই হবে আপনাদের কে কারণ আমি আপনাদের কে লিংকগুলো দিতে পারছিনা ।
এই আজকের আজব গুজব সংবাদ । ধন্যবাদ পাঠ করার জন্য ।
আর আমার পোস্ট গুলো আপনাদের কেমন লাগে বা লাগছে , সে সম্পর্কে জানানোর জন্য একটা কমেন্ট তো করতেই পারেন তাই না !
সুত্র ঃ আজকাল পত্রিকা ।
Wow
Ok
❤️
Nice
????