আসসালামুআলাইকুম বন্ধুরা!
আশা করি ভাল আছেন!
মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি!
তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে
আপনার ফেসবুক আইডির লিংক আপনার ইচ্ছামত বানাবেন।
আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে ফেসবুক প্রোফাইলের লিংক নিজের নামে করার।
কিন্তু ফেসবুকে প্রোফাইলের লিংক অটোমেটিক আইডি খোলার সাথে সাথে সেট হয়ে যায়।
আপনাদের প্রোফাইল লিংক নিজের ইচ্ছামত সাজিয়ে দিবেন।
তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক।
কিছু কথা:
এই পদ্ধতিটি ব্যবহার করে দুই থেকে তিনবার প্রোফাইল লিংক বদলাতে পারবেন।
তাই ভেবে চিন্তে প্রোফাইলের লিংক বানাবেন।
তো চলুন শুরু করা যাক:
প্রথমে মেসেঞ্জার ওপেন করুন
তারপর মেনু অপশন সিলেক্ট করুন:
তারপর username অপশনে ক্লিক করুন।
তারপর আপনার পছন্দমত ইউজার নেম বসিয়ে দিন।
এমন ইউজারনেম দিবেন যেটা আগে কেউ দেয়নি।
আপনার কাজ শেষ এবার save অপশনে ক্লিক করুন।
এবার ফেসবুক আইডিতে চেক করুন।
দেখুন আপনার ইউজার নামটি সেভ হয়েছে।
দ্বিতীয় পদ্ধতি:
দ্বিতীয় পদ্ধতিটি বিশেষ করে তাদের জন্য যারা অ্যান্ড্রয়েড বা ম্যাসেঞ্জার ব্যবহার করেন না।
তো এই পদ্ধতিটি ব্যবহার করে আপনার কাজ নাও হতে পারে।
কারণ অনেক সময় ফেসবুক আইডির ডিফল্ট লিংক আগে থেকে সেট করা থাকে।
তো দ্বিতীয় পদ্ধতিটি হলো:
প্রথমে এই লিংকে ক্লিক করুন।
যদি আপনার প্রোফাইল লিংকটি আগে থেকেই সেট করা থাকে তাহলে এমন দেখাবে।
এমন দেখালে দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করে আপনার প্রোফাইলের লিংক বদলাতে পারবেন না।
বেশিরভাগ ক্ষেত্রেই আগে থেকেই প্রতিটা প্রোফাইলে ডিফল্ট লিংক সেট করা থাকে।
কিন্তু আপনি প্রথম পদ্ধতি ব্যবহার করে দুই থেকে তিনবার আপনার প্রোফাইলের লিংক নিজের ইচ্ছা মত বানিয়ে নিতে পারবেন।
আর যদি আপনার প্রোফাইলের লিংক আগে থেকে সেট করো না থাকে তাহলে সেখান থেকে আপনার ইউজার লিংকটি বদলাতে পারবেন।
আমার প্রোফাইল লিঙ্ক টি আগে থেকে সেট করা আছে।
তাই আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে বুঝাতে পারলাম না।
আশা করি বুঝতে পারছেন।
যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজ এ পর্যন্তই ভালো থাকবেন।