অনেক সময় আমরা ইন্টারনেটে অনেক দেখেছি যেমন [email protected] ,, [email protected], ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের মেইল আমাদের চোখে পড়ে যখন আমরা ইন্টারনেট ব্যবহার করি । আপনি কি জানেন এটা কোন সফটওয়্যার বা কোন ওয়েবসাইট থেকে তৈরি করা হয় যদি না জেনে থাকেন তাহলে আমাদের পোস্টটি পড়তে থাকুন ————————
আসসালামুআলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি । আজকের সেলিম হোসাইন ! আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হয়তো ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গেছেন । যদি টাইটেল দেখে বুঝতে না পারেন তাহলে আমি আবার আপনাকে বলছি । আমরা অনেক সময় ইন্টারনেট ব্যবহার করে দেখি বিভিন্ন ধরনের মেইল । যেগুলো উপরে দেওয়া আছে সেগুলো এবং ইত্যাদি কিভাবে তৈরি করা হয় কোন মাধ্যমে তৈরি করা হয় ।
তাহলে আসুন বন্ধুরা এবার ধাপে ধাপে জেনে নেই কি কি প্রয়োজন হবে আমাদের এটা করার জন্য আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে অথবা আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এই system টা করতে পারেন ।
যাদের কম্পিউটার আছে তাদের শুধু এটাই বলব যে আপনারা যে কোন একটা ভিপিএন কানেক্ট করে দেন তাহলে হয়ে যাবে কিন্তু যাদের এন্ড্রয়েড ফোন আছে তাদের কিছু নির্দেশনা অনুসরণ করতে হবে যা তা নিচে দেয়া হল —-
যারা কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন তারা mail.com যাবেন সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মত আপনার নাম দিয়ে এবং আপনার কাছে দিয়ে ইমেইল তৈরি করতে পারবেন । যারা এন্ড্রয়েড ইউজ করবেন তাদের জন্য একটু আলাদা হবে তাদের জন্য স্ক্রিনশটসহ নিচে দেয়া হল —
আপনাকে এই প্রচেষ্টা করতে হলে যা যা লাগবে —
একটি ইমেইল
সুপার ভিপিএন
Mail.com mail App
Mail.com mail App Download link
প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে যান এবং সার্চ বারে লিখুন সুপার ভিপিএন তাহলে আপনাদের সামনে একটা ভিপিএন চলে আসবে এবং সেটা ডাউনলোড করে নিন ইন্সটল করুন ।
তারপর সুপার ভিপিএন টি ওপেন করুন এবং কানেক্ট করে নিন নিচের মত নিচে যেমনটা স্ক্রিনশটে দেখানো হয়েছে ।
সুপার ভিপিএন কানেক্ট করা হয়ে গেলে আপনি গুগল প্লে স্টোরে চলে যান এবং সেখানে সার্চ বারে গিয়ে লিখুন mail.com অ্যাপ সেখানে যাওয়ার পর আপনাদের সামনে যে একটি আসবে , সেটা আপনি ইন্সটল করে নিন । ইন্সটল করার পর নিচের দিকে দেখতে পাবেন যে লেখা আছে সাইন আপ সেখানে ক্লিক করুন এবং সাইনআপ করে নিনঃ । সাইন আপ করা এমন কোনো কঠিন কাজ নয় , বিভিন্ন ওয়েবসাইটে আপনি যেভাবে সাইন আপ করেন ঠিক সেভাবেই নিজের নাম পরিচয় দিয়ে সেখানে সাইন আপ করে নিবেন ।
আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন , , আমাদের পোস্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু । যদি কোন বিষয়ে সমস্যা মনে হয় তাহলে কমেন্ট করবেন । আমি আপনাকে কমেন্টে যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেয়ার জন্য তাহলে আজকে এখানেই শেষ করছি ।
আমাদের চ্যানেল লিংক