নিরাপদ থাকুন : বর্তমান পরিস্থিতিতে সতর্কতা মূলক পোষ্ট
নিরাপদ থাকুন : বর্তমান পরিস্থিতিতে সতর্কতা মূলক পোষ্ট
বর্তমানে দেশের পরিস্থিতি কিরকম? এটা আমাদের কারো কাছে অজানা নয় , আমরা কম বেশি সবাই জানি । এই সমস্যা কতোদিন থাকবে কে জানে , কবে যে নিস্তার হবে তাও অজানা তবে আমরা সচেতন তো থাকতে পারি তাই না !
সচেতন নাগরিকরা কখোনও ধরা খায় না । তারা তাদের সচেতনতার জন্যে সবসময়ই ভালো পুরষ্কার করতে পেয়ে থাকেন ।
তাই আমরা চলুন এই কাজ গুলো করি ,নিজে নিরাপদ থাকি ,অন্যদের ও নিরাপদ থাকার জন্য শেয়ার করে সবাইকে জানিয়ে দেয় ।
প্রথমে —
১। আপনারা কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন। কারন অপরিচিত হলেই সবাই সন্দেহ করছে ,আর গণ পিটুনি দিয়ে মেরে ফেলতেছে ।
২। আর যদি অপরিচিত এলাকায় যান এক জায়গায় দাড়িয়ে এদিক সেদিক উদভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।তাহলেই ছেলেধরা মনে করতে পারে ।
৩। কাউকে খুঁজতে গেলে তার সাথে পূর্বেই যোগাযোগ করে নিন, সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে যাবেননা। সারপ্রাইজ দেওয়াটা বন্ধই রাখুন ।
৪। নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেননা। বিশেষ করে যেসব বাচ্চারা ছিচ কাদুনে এবং খালি বায়না ধরে তাদের নিয়ে কয়েকটা দিনের জন্য দূরত্বে বের হবেননা।
৫। যদি চাকুরীজীবী হন, তবে প্রতিষ্ঠানের আইডি কার্ড সাথে রাখুন,প্রয়োজনে অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।
৬। কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, কনফিডেন্ট/ সহজভাবে উত্তর দিন। ভাব নিতে যাবেননা।
৭। পথে ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেননা। এতে আপনি আপনার সমস্যা আরো বাড়িয়ে দিবেন ।
৮। এ ধরণের ঘটনা দেখলে নিরাপদ দুরত্বে গিয়ে পুলিশকে জানান।
৯। যদি আপনি কোন এলাকায় নতুন হোন(আপনাকে যদি কেউ না চিনে থাকে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে আসুন।
এই কাজগুলো প্রত্যেক মানুষের ই করা উচিত । এগুলো গুজব কি সত্যি তা জানি না , তবে ছেলেধরার উৎপাত সত্যই আছে দেখতে ও পাচ্ছি ।
সর্বোপরি, এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেননা। ততোদিনে আপনারা সচেতন থাকুন , সাবধানে থাকুন , নিরাপদে থাকুন ।