“নিরাপদ সড়ক চাই—we want justice”

রক্তে অাগুন লেগেছে, ছাত্রসমাজ জেগেছে। সাড়া বাংলাদেশে অাজ একটি শব্দ বাড়ে বাড়ে উচ্চারিত হচ্ছে “we want justice”। ২৯ শে জুলাই ঢাকা কুর্মিটোলায় নিহত হওয়া মিম এবং করিমের ঘটনায় সাড়া বাংলাদেশের টনক নড়েছে। পাশাপাশি এমন নির্মম ঘটনাকে নৌ মন্ত্রী শাহজাহান খান হেসে উড়িয়ে দিয়ে সাধারণ মানুষের বিবেক নাড়া দিয়েছে। শুরু হলো নিরাপদ সড়কের অান্দোলন। সড়ক পথে প্রতিনিয়ত ঘটে চলছে নানান দুর্ঘটনা। এই পরিবহন সন্ত্রাসীদের হাতে নির্মম মৃত্যু বরণ করতে হয়েছে সমাজের নানা শ্রেণীর মানুষকে।

কিন্তু নিরাপদ সড়ক চাই এই যৌক্তিক দাবি পরিবহন সিন্ডিকেট এবং তাদের পৃষ্ঠপোষক। সরকারও উদাসীন। ছাত্রদের ৯ দফা দাবি নিয়ে যখন রাজপথ উত্তাল হলো তখন বুঝতে পারলো সরকার কোন পথে। খুজতে লাগলো সমাধানের রাস্তা। মিম এবং করিমের পরিবারকে ২০ লক্ষ টাকা করে অনুদান,শহীদ রমিজ উদ্দীন কলেজ’কে বাস প্রদান সহ বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে সরকার।

(চলমান থাকবে)

Related Posts

10 Comments

মন্তব্য করুন