পকেট ওয়াইফাই রাউটার এর সাইজ ছোট তাই এই রাউটারটিকে পকেট এ করে যেকোন জায়গায় নেওয়া যায় এটি দেখতে ইন্টারনেট মডেম এর মতই ছোট।
এই রাউটার বিশেষভাবে সিম দিয়ে ইউজ করার জন্য কেনা হয়। তবে আপনি চাইলে ইউএসবি কানেকশন দিয়ে ওয়াইফাই সংযোগ করতে পারেন।
সাধারণত পকেট রাউটার গুলো দিয়ে সর্বোচ্চ 10 জন একসাথে কানেক্ট হতে পারে। মাইক্রোওয়ার্কারস থেকে কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন?
তবে যদি একটু ভালো মানের বা বাজেটের পকেট রাউটার কিনেন তাহলে কয়েক জন একসাথে কানেক্ট হয়ে ব্যবহার করতে পারবেন।
পকেট ওয়াইফাই রাউটার এর সবচেয়ে বড় সুবিধা হল-
এটিকে পকেট এ করে যেদিকে খুশি নেওয়া যায় এবং নিজের ইচ্ছামত এমবি কিনে খরচ করা যায়। সবচেয়ে ভালো স্পীদ পাবেন ফোরজি 4G পকেট ওয়াইফাই রাউটার গুলো।
আপনি যদি চান গাড়িতে গাড়িতে বসে ও ব্যবহার করতে পারেন।
বাজারের সবচেয়ে কম দামে এই পকেট রাউটার গুলো কিনতে পাওয়া যায়।
নিজের ইচ্ছা মত যে কোন ব্রান্ডের পকেট রাউটার কিনে নিতে পারেন যেমন:- টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল এবং আরো বিভিন্ন ব্র্যান্ডের পকেট রাউটার পাওয়া যায়।
দাম সর্বোচ্চ দুই থেকে সাড়ে তিন হাজারের ভিতরে ভালো মানের পকেট ওয়াইফাই রাউটার পাবেন।
তবে কেনার জন্য আপনাকে অবশ্যই ভালো এবং ওরিজিনাল ব্রান্ড শোরুম থেকে কিনলে আপনার জন্য ভালো হয়।
তবে বাজারের যে কোন মোবাইল দোকানে গেলেই আপনারা এই রাউটারগুলো পেয়ে যাবেন।