যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে। নানান ধরনের ফলজ বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা হয়। পলিব্যাগে নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ বনজ গাছের চারাই পলিব্যাগ উৎপাদন করা হয়।
পলিব্যাগে চারা উৎপাদন করার সুবিধা গুলো হল
১. মজবুত ও দীর্ঘস্থায়ী
২. যে কোন মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়।
৩. হালকা ও সহজে পরিবহন করা যায়।
৪. পলিব্যাগে চারা রোপন করার সহজ এবং মৃত্যু হার কম।
৫. পলিব্যাগ উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ।
৬. পলিব্যাগে চারা পরিবহন করা সহজ এবং পরিবহনে চারার কোন ক্ষতি হয় না।