বাংলাদেশ এখন আইসিসির প্রথম ওডিআই দল। বাংলাদেশ জয় তুলে নিয়েছে ওডিআই রাঙ্কিংয়ে ১২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করে।
বাংলাদেশ ক্রিকেট প্রাণোচ্ছল সময় পার করছে।
এরমধ্যে বলতে হয় মেহেদী হাসান মিরাজের কথা ।
বিগত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।অডিআই ও টেস্ট ক্রিকেটেই তাকে দেখা যায়। তাকে নিয়ে সারা দেশে এখন উত্তেজনা। তার অফ স্পিনে কাবু হয় সব ব্যাটসম্যানরা।বিশেষ করে গত কয়েক মাস ধরে বোলিংয়ে অনেক উন্নতি করেছেন মিরাজ।
সাউথ আফ্রিকা সিরিজের প্রথম ওডিআই তে বল হাতে জ্বলে উঠেছিলেন মিরাজ এছাড়াও আফগানিস্তানের বিপক্ষে দেখেছি আফিফ ও তার অসাধারণ ব্যাটিং। এছাড়াও সব ম্যাচই ব্যাট আর বল হাতে অবদান রেখে চলেছেন তিনি। আইসিসি ওয়ানডে বোলার র্র্যাংকিংয়ে অনেকদিন ধরেই সেরা দশে অবস্থান করছিলেন তিনি।
তবে এবার আইসিসি বোলার ওয়ানডে ছাড়াও অন্য এক রা্ংকিংয়ে দেখা যাচ্ছে মিরাজকে। ওয়ানডে অলরাউন্ডার র্র্যাংকিংয়ে সেরা ১০ অলরাউন্ডারের পৌঁছে গেছেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৯ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।
এরপর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ৩৬ রানের পাশাপাশি বল হাতে তুলে দিয়েছেন এক উইকেট।
তৃতীয় ম্যাচে নিয়েছেন এক উইকেট ব্যাট হাতে নিয়ে নামার প্রয়োজন পড়েনি ।
যে কারণে আইসিসি অলরাউন্ডার র্র্যাংকিংয়ে ৮ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ার সেরা ২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছেন তিনি।
৪০৪ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
২৯৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাবি।
২৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ডের অক্স।
২৭৬ পয়েন্ট নিয়ে আছেন আরেক আফগান অলরাউন্ডার রাশিদ খান।
তালিকার পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল স্যান্টনার যার সংগ্রহীত পয়েন্ট ২৬৮।
তালিকা ষষ্ঠ অবস্থানে আছে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টক্স যার পয়েন্ট ২৬৬।
তালিকার সপ্তম অবস্থানে আছে পাকিস্তানের বিন ওয়াসিম পয়েন্ট ২৫৬।
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই তালিকার ৮ নম্বরে উঠে এসেছে মেহেদী হাসান মিরাজ সংগ্রহীত পয়েন্ট ২৩৫।
এছাড়াও ওয়ানডে বোলিং র্র্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছেন মিরাজ।
বিশ্লেষকদের মতে এক মেধাবী ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ।
ভবিষ্যতে তাকে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে বলেও অনেকের বিশ্বাস। বাংলাদেশের ভবিষ্যতের জন্য তার মতো মেধাবী বোলার দরকার। মেহেদী হাসান মিরাজের জন্য রইলো শুভকামনা। বাংলাদেশের জন্য তিনি বয়ে আনুক আরো সাফল্য । আমাদের পক্ষ থেকে রইল প্রাণঢালা শুভেচ্ছা।
Hmm
অভিনন্দন
Ok
Nice
Nice
Ok
Nice post☺️😊
মেধাবী ক্রিকেটার।ভবিষ্যতে আরো বেশি সাফল্য লাভ করবেন আশা করি।
Ok
আশা করি ক্রিকেটে আরো সাফল্য আসুক
good post
মনটা ভাল হয়ে গেল।
দারুন
Nice
Wow
congratulations
wow