প্রানের বাবা

একটা মানুষ চাইলে সব’ই পারে…

প্রথমে সকল বাবাদের সম্মান জানাই.একটা বাবা সকল ছেলে মেয়ের কাছে ভিষন প্রিও।বাবা কখনো চায়না তার ছেলে-মেয়েকে কোন কিছু দিয়ে বঞ্চিত করতে চায় না।চায়না তার ছেলে মেয়ে কস্ট পাক।যদি কোন ছেলে মেয়ের কিছুর প্র‍য়োজন হয় তখন সেটা বাবাই যোগান দেয়।অনেক ছেলে মেয়ে আছে বাবাদের উপর রাগা-রাগি করে যে আমাকে এই জিনিসটা দেয়া লাগবে তখন বাবা তার সন্তানকে সেই জিনিসটার অভাব পূরন করেন।অন্যদিকে এরকম সন্তান ও আছে যারা বাবার কাছে কিছু চাওয়ার প্র‍য়োজন মনে করেন না।কিন্তু বাবা তাদের প্র‍য়োজন বোঝেন এবং তাদের সেই অভাব মেটান।সেই বাবা সন্তানকে লেখাপড়া করিয়ে অনেক ভালো পর্যায়ে নিয়ে যায়।একটা সন্তানকে বড়ো করা তাদের সব কিছুর অভাব মেটানো যে কতো কস্টের তা সেই বাবাই ভালো বোঝেন।তাই সকলল বাবাকে বলতে চাচ্ছি…

বাবা লাইফ এ যত সামনে আগাচ্ছি ততই তোমার কষ্ট গুলোকে উপলব্দি করতে পারতেছি। বাবা তোমার ঋন শোধ করার মত না।

বাবাকে সম্মান করুন.তাহলে আপনার বুড়ো বয়সে আপনার ছেলে সন্তান ও আপনাকে সেই একই রকম ভালোবাসবে,আপনার খেয়াল নিবে, আপনার দেখাশুনা করবে।

পোস্ট ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন।

Related Posts

18 Comments

মন্তব্য করুন