প্রিয় মানুষকে ভালো রাখার কিছু উপায়
১) প্রিয় মানুষের চাওয়া পাওয়া কি তা আগে জানতে চেষ্টা করুন, সেই অনুযায়ী তাকে চাহিদা মেটাদে চেষ্টা করুন।
২) সব সময় হাসি খুশি থাকুন, এবং হাসি খুশি রাখুন
৩) প্রতিদিন একবার হলেও তাকে স্মরণ করুন, এমন ভাবে স্মরণ করুন যাতে সে আপনাকে তার সবচেয়ে আপন ভাবে।
৪) প্রিয় মানুষের দু:খ, কিংবা না বলা কথা গুলো আপনার কাছে বলার মত সুযোগ করে দিন
৫) প্রিয় মানুষকে মাঝে মাঝে সারপ্রাইজ দিন, যাতে তার মনোবৃত্তির পরিবর্তন ঘটে।
৬) প্রিয় মানুষকে বই পড়তে দিতে পারেন, এতে করে সে বই পড়ে যা কিছু শিখবে, সেটার ফল আপনিই পাবেন কিংবা আপনাকে স্মরণ করবে।
৭) প্রিয় মানুষকে নিয়ে কিছু ভালো জায়গায় ঘুরতে বের হোন, তাকে সৌন্দর্য আর জীবন সম্পর্কে আরো বাস্তবিক করে তুলুন
৮) প্রিয় মানুষ যদি আপনার কোনো কথায় কষ্ট পেয়ে থাকে তাহলে তার কষ্ট মোচন করতে অভিনব কিছু কিংবা মজার ছলে তাকে আনন্দ দিতে চেষ্টা করুন।
৯) তার খারাপ সময় গুলোতে তাকে সঙ্গ দান করুন, যাতে সে একাকিত্ব অনুভব না করে।
১০) তার প্রিয় সব কিছুর প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন, তাকে বুঝতে দেন যে, যা কিছু তার প্রিয়, তা আপনারও প্রিয়।
Nc
Nice
nice post
https://blog.jit.com.bd/90hz-120hz-refresh-rate-4648
Nice