ফাইবার অপটিক ক্যাবল
ফাইবার অপটিক ক্যাবল তার মাধ্যমের মধ্যে সবচেয়ে শক্তিশালী মাধ্যাম ।ফাইবার অপটিক ক্যাবলে কেন্দ্রের মূল তার তৈরি হয় সিলিকা ,কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ।কাচকে মিডিয়া হিসাবে ব্যাবহারের বড় সুবিধা হলো এই যে, এতে ইএমআই নেই । সে কারনে ডেটা সিগনাল পরিবর্তীত হওয়ার ভয়ও নেই । কাঁচের মধ্যে দিয়ে আলোকে সংকেতরুপে ডেটা প্রবাহিত হয় বলে এর গতি অনেক বেশি হয় ।
এটি ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে লাইট সিগনাল ট্রান্সমিশন করে ।এতে আলোকের পূর্ন অভ্যন্তরীন প্রতিফলন পদ্ধিতিতে ডেটা উৎস থেকে গন্তব্য গমন কমে।ফাইবার অপটিকের মধ্যে আলোকে সংকেত দুভাবে যেতে পারে ;লেজার এবং লেড পদ্ধতিতে ।ফাইবার অপটিক ক্যাবলে লেজার কাঙ্গিত হলেও বেশির ভাগ ক্ষেত্তে লেড ব্যাবহারিত হয় । কারন লেজার ডিভাইসের চেয়ে লেড ডিভাইসগুলোর ব্যয় কম,টেকেও অনেক বেশি । বর্তমানে ব্যাবহারিত ফাইবার অপটিক ক্যাবলের ডেটা টান্সমিশন ব্যান্ডউইডথ ১০০ এমবিপিস থেকে ২ জিবিপিস পর্যন্ত হয় ।
বর্তমান ফাইবার যে আলোর পূর্ন অভ্যন্তরীওন প্রতিফলন হয়, তা আবিষ্কার করেন সুইস পদার্থবিদ ডেনিয়েল কল্লোডোন ও ফারসি পদার্থবিদ জেকোন্স বাবিনেট ১৮৪০ সালে ।এই ধারনা নিয়ে ১৯২০ সালে হেনরিস লাম্ম এবং মূনিস নামে তার এক ছাএ টেলিভিশনের ইমেজ বা ছবি স্বচ্ছ কাচদন্ডের মধ্যে দিয়ে পাঠাতে সমর্থ হয় ।কিন্তু তাদের আবিষ্কৃত ইমেজ কোয়ালিটি খুব একটি ভালো ছিলো না ।এতদিন পর্যন্ত যেভাবে ট্রান্সমিশন করা হতো , তার সবই ছিল আনক্লাডিং ।সেই কারনে বেশিরভার আলো চারদিকে ছড়িয়ে পড়ায় সিগনাল দূর্বল হতো । পরিবর্তীতে আমেরিকান পদার্থবিদ ব্রিন ওব্রিন সর্বপ্রথম ক্লাডিং অপটিকক্যাল ফাইবার ব্যাবহারে সমর্থ হন।
ফাইবার অপটিক ক্যাবলের গঠন ঃ
ফাইবার তৈরির জন্য সোডা বোরো সিলিকেট , সোডা লাইম সিলিকেট ,সোডা এলুমিনা সিলিকেট ইত্যাদি মান্টি কম্পোনেন্ট কাচগুলো বেশি ব্যাবহিত হয় । এসব পদার্থের গুনগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো – অতি স্বচ্ছতা , রাসায়নিক সস্থিরতা বা নিষ্ক্রিয়তা ,সহজ প্রক্রিয়ারকরন যোগ্যতা । কখনো কখনো ফাইবারের ক্ল্যাডিং হিসাবে প্লাস্টিক ব্যাবহার হয়ে থাকে ।
ফাইবার অপটিকের তিনটি অংশ থাকে যথা ঃ
- কোরঃ ভেতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।
- ক্ল্যাডিংঃ কেন্দ্রের অপটিক্যাল ফাইবারকে আচ্ছাদিত করে আছে ক্ল্যাডিং বা কেভলার যা এমন এক পদার্থ দিয়ে তৈরি যে আলোকে প্রতিফলন করতে পারে ।এর ফলে আলোকে সংকেত ফাইবার অপটিক ক্যাবলের মধ্যে বাকা পথে যেতে পারে ।
- জ্যাকেটঃ আবরন হিসাবে কাজ করে ।