ফেসবুক আমাদের নিত্যদিনের সঙ্গী। আমরা কারনে-অকারনে ফেসবুকে ফটো শেয়ার করি এবং পছন্দের ছবিগুলো ডাউনলোড করি, আপলোড দিই। কিন্তু অনেকক্ষেত্রে প্রয়োজনীয় দরকারী ছবিগুলো আমরা ফেসবুকে পাইনা। তার জন্য বিকল্প হিসেবে বাধ্য হয়ে আমরা Google Photos থেকে ছবি এবং ভিডিও ডাউনলোড করি। গুগোল ছাড়া বিকল্প কোন পথ নেই।
গুগোল ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, প্রথম জুন মাস থেকে তাদের ছবিগুলো আর ফ্রীতে আপলোড করা যাবে না। গুগোল সেই ছবি অথবা ভিডিও আপলোড করার আনলিমিটেড স্টোরেজ চিরদিনের জন্য বন্ধ করতে চলেছে। অর্থাৎ,গুগোল অ্যাকাউন্ট এর স্টোরেজ শেষ হয়ে গেলে গুগোল আর ফ্রি সার্ভিস ব্যবহার করতে পারবেন না এজন্য আপনাকে Google One থেকে আবার স্টোরেজ কিনতে হবে।
এখন প্রশ্ন হলো, যদি আপনি এই সমস্যায় পড়েন সে ক্ষেত্রে গুগল ফটো থেকে আপনার আপলোড করা ছবি বা ভিডিও গুলো কিভাবে ডাউনলোড করবেন?
তো বন্ধুরা চলুন! বিস্তারিত জেনে নেওয়া যাক।
- প্রথমে ক্রোম ব্রাউজার থেকে Google Takeout খুলতে হবে।
- এরার নিজের জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- তারপর অপশনে গিয়ে Deselect all ক্লিক করুন।
- এবার স্ক্রল ডাউন করুন,গুগোল ফটো অপশন এ যে চেকবক্স হয়েছে সেখানে সিলেক্ট করুন।
- তারপর Multiple formats সিলেক্ট করুন।
- এবার ছবির অ্যালবাম এক্সপোর্ট করতে ,all photo album included অপশনে ক্লিক করুন। তারপর নির্দিষ্ট অ্যালবাম সিলেক্ট করুন।
- আবার স্ক্রল ডাউন করুন এবং next step বাটনে ক্লিক করুন।
- তারপর delivery method অপশনে গিয়ে send download link via email অপশন ক্লিক করুন।
- একটু পরে Frequency ভিতরে ঢুকে Export Once অপশনটি বেছে নিন।
- তারপর zip option থেকে ২জিবি-৫০জিবি মধ্যে আপনার পছন্দমত ডাউনলোড সাইজ বেঁচে নিন। এবার ইচ্ছে মত ডাউনলোড করুন।