হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন।
বন্ধুরা আমি আপনাদের সামনে আজ কি ফেসবুকের একটি গোপন টিপস শেয়ার করব যেটির মাধ্যমে আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং দিতে পারবেন যে আপনার ফেসবুকে অনেক সময় মেসেজ সেন্ড হয় না। Could not send the message. এরকম লেখা আসে। এজন্য আপনার কি কি করতে হবে সেটা আমি আপনাকে আজকে দেখিয়ে দিব প্রমাণস্বরূপ।
আপনাকে সর্বপ্রথম এ কাজটি করার জন্য যেকোনো একটি একাউন্টে ঢুকতে হবে তবে যেই একাউন্টিং সমস্যা আছে সেই একাউন্টে ঢুকতে হবে। তারপরে যেকোনো কারো মেসেজ লিস্টে চলে যেতে হবে।তারপরে আই বাটনে ক্লিক করার পর তার মেসেজ মেনুতে চলে যেতে হবে।
Something’s wrong
এরকম একটি লেখা দেখতে পারবেন। এইটার উপর প্রেস করার পর report the technical problem
এরকম একটি লেখা দেখতে পারবেন।সেখানে ক্লিক করার পর আপনি খালি ঘরে একটি ডেস্ক্রিপশন লিখতে হবে।
Camera roll
এরকম একটি অপশন দেখতে পারবেন এবং ওই অপশনে ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে সেখান থেকে আপনি ওই যে মেসেজ সেন্ড হয়নি ওরকম একটি স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এবং ওইটা সিলেক্ট করে দিতে হবে।
এবং আবার ওকে করে ডিসক্রিপশন এগিয়ে লিখতে হবে।
Hello Facebook team,
My message not send. Please help me and solve this problem quickly.
উপরের লেখাতে কপি করে নিয়ে এসে দেখে পেস্ট করতে পারেন।এটা করার পর কিছুক্ষনের ভিতর ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টটি রিভিউ করবে এবং আমাকে আপনার মেসেজগুলো সিন করার মতো পরিস্থিতি তৈরি করে দেবে।
এটার জন্য আপনাকে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হবে তারপর ফেসবুক কর্তৃপক্ষ এটি ভালো করে পড়াশোনা করে দেখার পর অবশ্যই আপনার একটি তারা আপলোড করবে এবং আপনাকে আবার পোস্ট করার বা ফেসবুকে মেসেজ করার মত অপশন তৈরি করে দিবে।
এই সমস্যাটা হয় কখন?
**এই সমস্যাটা তখনই হয় যখন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন জনকে ফরোয়ার্ড করে একসাথে হাজার হাজার মেসেজ এবং বিভিন্ন জনকে একসাথে অনেকগুলো লিংক শেয়ার করেন তখন ফেসবুক কর্তৃপক্ষ এদিকে ব্লক করে দেয় কিছুক্ষণের জন্য। তাই যাতে এরকম ভুল আর কখনো না হয় সেদিকে বিশেষভাবে নজরদারি রাখবেন।