বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আজ কে আপনাদের মাঝে একটা গুরুত্ব পূর্ণ একটা পোস্ট শেয়ার করব আশাকরি আপনাদের সবার ভালো লাগবে
সারা পৃথিবীতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এবং অনেক সাইট আছে
ফেসবুক আর টুইটার অনেকে ব্যবহার করে থাকেন প্রায় শতকরা 99 পার্সেন্ট মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে থাকেন তার ভিতরেএ দুইটা সাইটের নাম হল ফেসবুক আর টুইটার দুইটার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কি তাই আপনাদের মাঝে এখন তুলে ধরবো
এই দুইটা সাইট অনেক জনপ্রিয় সারা বিশ্বে এই দুইটা সাইট প্রায় অনেক মানুষ ব্যবহার করে থাকে এই সাইটটা এখন আপনাদেরকে দেখাবো দুইটি সারের পার্থক্য কিআমাদের অনেক ছবি অনেক অনেকের অনেক ছবি ভাইরাল হয়ে যায় এই ভাইরাল হওয়ার পিছনে এই দুইটা সাইট কিন্তু অনেক এই দুইটার মাধ্যমে অনেক কিছু হয়ে যায় অনেক কিছু ভাইরাল হয়ে যায়
ফেসবুক আর টুইটারের মধ্যে পার্থক্য কি
ফেসবুক ও টুইটারের মধ্যে পার্থক্য আলােচনা করা হলো
i . ফেসবুকে মনােভাব প্রকাশ | vs. i . টুইটার ব্যবহারকারী সর্বোচ্চ এবং তথ্য আদান – প্রদানে । ১৪০ অক্ষরের মধ্যে মনােভাব । অক্ষরের সীমাবদ্ধতা নেই । প্রকাশ করতে পারে । vs ii . ফেসবুকে মনােভাব শেয়ার | vs ii . টুইটারে ১৪০ অক্ষরে করার প্রক্রিয়াকে স্ট্যাটাস । মনােভাব শেয়ার করার বলে । বার্তাকে টুইট বলে । vs iii . ফেসবুকে পুরােনাে । vs. ii i . টুইটারে বিশেষ ব্যক্তিদের । বন্ধুদেরকে খুঁজে পাওয়া যায় | অনুসারী হওয়া যায় । এবং বন্ধ বানানাে যায় । vs iv . ফেসবুক সামাজিক vs. iv . এটি এক ধরনের যােগাযােগের এক বিস্তৃত মাইক্রোব্লগিং ওয়েবসাইট । মাধ্যম । vs V . ফেসবুক ২০০৪ সালে চালু vs. v . টুইটার ২০০৬ সালে চালু । হয় এবং বর্তমানে এর হয় এবং বর্তমানে এর Active Active ব্যবহারকারীর সংখ্যা | ব্যবহারকারীর সংখ্যা ৩৫০ ১ . ৪৪ বিলিয়ন । মিলিয়ন । vs .vi . ফেসবুকের কার্ যপ্রক্রিয়ার | vs vi . টুইটারের কার্যপ্রক্রিয়ার মধ্যে পড়ে Like , Comment , | মধ্যে পড়ে Tweet করা এবং | Share , Chat ইত্যাদি । | কোনাে কিছু Favorite হওয়া ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা ফেসবুক এবং টুইটারে পার্থক্য বুঝতে পারছেন
আজকের পোষ্ট টি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ