ফেসবুক হলো, বর্তমান সময়ের সবথেকে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম। বর্তমান সারা বিশ্বের কোটি -কোটি লোক এই ফেসবুক ব্যবহার করছে। দিন, দিন যেমন এই ফেসবুকের ব্যবহারীর সংখ্যা বেড়েই চলেছে তেমনি ঠিক ফেসবুকের হ্যাকিং সিস্টেমটাও দিন দিন বেড়েই চলেছে। নিয়মিত প্রতিদিন প্রায় হাজারো ব্যবহারকারীর আইডি হ্যাক করা হয়ে থাকে। এই ব্যবহারকারীদের আইডি হ্যাক করে তাদের নানারকম ব্ল্যাকমেইল করা হয় তাদের ছবিগুলোকে নানা রকম জায়গায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তাছাড়া তাদের নানা রকম ভাবে ব্ল্যাকমেইল করা হয় এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য জোর করা হয়। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে এই ফেসবুক আইডি হ্যাক করা হয়ে থাকে এবং কি জন্য আপনার পাসওয়ার্ড তারা পেয়ে যায়, আপনার আইডিতে প্রবেশ করে।। প্রথম একটা কথা বলে রাখা ভাল সেটা হলো কিছু অ্যাপ এর কারণে আপনাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। আপনারা অনেক সময় না বুঝে বেখেয়ালে সফটওয়্যার ইন্সটল করে থাকেন আপনাদের ফোনে হয়তো সফটওয়্যার গুলো থেকে আপনারা অনেক উপকার পেয়ে থাকেন।। কিন্তু আপনি কখনই ভাববেন না যে এই সফটওয়ারগুলো দ্বারা আপনার ক্ষতি হতে পারে অথবা আপনার সাধের ফেসবুক আইডি অথবা অন্যান্য যেকোনো অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। আমি কয়েকটা সফটওয়্যার এর নাম দিয়ে দিলাম যেগুলো থেকে আপনার ফেসবুক আইডি হ্যাক হতে পারে আইওয়ালপেপার, ভিডিও মেকার, কালার ওয়ালপেপার্স, পেডোমিটার, ফাইল ম্যানেজার, কম্পোজিট জেড, স্ক্রিনশট ক্যাপচার।। উপরোক্ত অ্যাপ বা সফটওয়্যার গুলো ছাড়া আরো অনেক ধরনের সফটওয়্যার রয়েছে যেগুলো দ্বারা ফেসবুক হ্যাক করা সম্ভব। কারণ হল আমরা না বুঝেশুনে এই সমস্ত এগুলো আমাদের ফোনে ইন্সটল করে থাকি এবং এই সমস্ত অ্যাপে ঢুকতেতে হলে আমাদের ফেসবুক আইডি বা অন্যান্য অ্যাকাউন্ট লগইন করি। যখনই আমরা লগইন করি তখনই আমাদের ঐ সমস্ত ফেসবুক একাউন্ট এর সকল তথ্য চলে যায় ওই সফটওয়্যার কোম্পানির কাছে এখন চাইলেই তারা আমাদের একাউন্টে অনায়াসে প্রবেশ করতে পারে।।আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা পেতে চান তাহলে আপনি ফেসবুকে লগইন এলার্ট চালু করে রাখতে পারেন। তাহলে আপনার ফেসবুক একাউন্টে কোন ডিভাইস থেকে যদি লগইন করতে যায় তাহলে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে।। তাছাড়া সমস্ত থার্ডপার্টি সফটওয়্যার বা অ্যাপ থেকে দূরে থাকুন। আপনার ফোনকে নিরাপদ রাখুন আপনার ফেসবুক আইডি সহ অন্যান্য অ্যাকাউন্টগুলো সুরক্ষিত থাকবে।।
Related Posts
ফিসিং শব্দটি আমাদের অনেকেরই পরিচিত। আবার অনেকেই এর সাথে পরিচিত নয়। আভার যারা পরিচিত তাদের অনেকেই নামটুকু পর্যন্তই জানে। এর…
আসসালামু আলাইকুম, গ্রাথর ডট কম এ আমার ১ম পোস্ট, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকের পোস্ট। আজকে যে…
ফিশিং ইমেইল সহজে চেনার উপায়: মানুষ যত বেশি ইন্টারনেট এর উপর নির্ভরশীল হচ্ছে স্ক্যামার ও হ্যাকারা নানা কৌশল অবলম্বন করে…
জী হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনি যদি বিশেষ কিছু নিরাপত্তা বেবস্থা নিশ্চিত না করেন তাহলে আপনার ফোন বা ক্যামেরা দিয়ে অন্য…
আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম গ্রাথোর সাইটে। আজ আমি আপনাদের ৯০% কাজ করবে এমন একটি ট্রিক দিবো আসা করি আপনাদের ভালো…
12 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
Right.
Thik
nc
tnx
nice&thanks
Thanks
Nice
good
❤️
nc
gd
oh