আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি।ঠিক তেমনি আজও একটি ব্লগ নিয়ে এসেছি।আপনাদের সামনে আজ আমি আমার ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি।তো আজকে আমি কতগুলো এন্ড্রয়েড টিপ্স দেব যে কিভাবে ফোনের স্টোরেজ ক্লিন রাখতে পারব।তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক।
- ফোনের স্টোরেজ ক্লিন রাখা অতি দরকারী।এতে ফোন হ্যাং করে না,এবং ভালো স্পীডে কাজ করে।এমনকি তা ফোনের সাস্থের জন্যও ভালো।
- ফোনের স্টোরেজ ক্লিন রাখার জন্য আমরা ফোনে অপ্রয়োজনীয় এপ আন ইন্সটল করতে পারি।এমনকি কিছু কিছু এপের ডাটা ক্লিয়ার করে দিতে পারি।এক্ষেত্রে App Info তে গিয়ে তারপর Storage এ গিয়ে Clear Data করে দিতে পারি।
- Clean Master নামক এপটি ইউজ করে জাংক ফাইল ক্লিয়ার করে দিতে পারি।
- অপ্রয়োজনীয় কোনো ছবি,ভিডিও অথবা কোনো ফাইল যা বেশি স্পেস নেয়,তা কখনো মেমোরিতে জমিয়ে রাখা উচিত না।কাজেই এ ব্যাপারে সচেতন থাকা প্রয়োজন।
- যেকোনো এপের each ক্লিয়ার করে দিতে হবে।
- আর স্টোরেজ বুস্টার এপ ইউজ করতে পারেন।
- মোবাইল এন্ড্রয়েড এপ্স সমূহ স্টোরেজ বৃদ্ধি ঘটায়।কাজেই Storage Cleaning অপরিহার্য।
- ম্যাসেঞ্জার এপের ডাটা অনেক বেশি।কাজেই এর ডাটা ক্লিয়ার রাখতে হবে।
- যেকোনো স্টোরেজ ক্লিনার এপ দিয়ে জাংক ফাইলগুলো ক্লিয়ার করতে হবে।
- ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবির স্পেস বেশি থাকে।কাজেই অপ্রয়োজনীয় ইমেজ ডিলিট করে দেয়া ভালো।
- মোবাইল দিয়ে করা ভিডিও এর স্পেস অত্যাধিক বেশি কাজেই এগুলোও ক্লিয়ার করে দেয়া প্রয়োজন।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
#দ্রুত গতিতে ফোন চার্জ করুন।Grathor.com
শুধু শুধু লোকেশন,ব্লুটুথ,ওয়াই ফাই অন রাখবেন না।অনেক ক্ষেত্রে এগুলো জাংক ফাইল ক্রিয়েট করে।আর অবশ্যই ফোনে Clean Master এপটি রাখবেন।এপটি প্লে স্টোরে পাওয়া যায়।কাজেই দেরী না করে এটা ইউজ করতে পারেন।
- যেকোনো ব্রাউজারের হিস্টোরী ক্লিয়ার করে দিবেন।
- চাইলে Clean Master এপের ব্রাউজার ব্যাবহার করতে পারেন।এ ব্রাউজারে মনমতো ব্রাউজ করার পর,এর হিস্টোরি ও ডাটা নিজে নিজে ডিলিট হয়ে যায়।
- আর মনে রাখবেন ফোনের যেকোনো এন্ড্রয়েড সিস্টেম অটোমেটীক জাংক ফাইল ক্রিয়েট করে।কাজেই একটু একটু পর পর স্টোরেজ ক্লিনার ব্যবহার করে স্টোরেজ ক্লিন রাখতে হবে।
স্টোরেজ ক্লিন থাকলে ফোন দারুন গতিতে চলে।কাজেই এই টিপ্স গুলো ফলো করলে আপনার ফোনের স্টোরেজ খালি থাকবে।সমস্যা হবে না।কাজেই এই টিপ্স গুলো ফলো করবেন।
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা