লাইফস্টাইল
বন্ধুত্ব নিয়ে ক্যাপশন | বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা


বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কবিতা
জানি জীবনে অনেক বন্ধু-বান্ধব আসবে,
কিন্তু সবাই তোমার মত হবে না।
সব বন্ধুত্ব আজীবন থাকে না,
কেউ শুকনো পাতার মতো ঝরে পড়ে যাবে,
আবার কেউ আজীবন বন্ধু থেকেই যায়,
কেউ নিজের স্বার্থের জন্য দূরে সরে যায়।
আমরা পৃথিবীতে সব সময় থাকার জন্য আসিনি,
মৃত্যু কখন হবে কেউ বলতে পারে না।
সবাই আবার বন্ধুদের সময় দিতে পারে না ,
কারণ সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে।
একদিন তো টাকা পয়সা সব হবে,
ওই সময় মজা করার জন্য কেউ আর পাশে থাকবে না।
যখন কোন স্কুলের ছাত্র দেখবো – তখন তোমাদের কথা মনে পড়বে,
তোমাদের কথা ভেবে হাসতে হাসতে কান্না চলে আসবে।
মনে পড়ে যাবে আগের স্মৃতি গুলো, সবাই একসাথে স্কুল পালানোর কথা,
সবাই একসাথে বসে আড্ডা দেওয়ার কথা,
এক টেবিলে সবাই গাদা গাদি করে বসা, ক্লাস মিস দিয়ে আম চুরি করতে যাওয়া।
সবাই একসাথে খেলাধুলা করা
তোমাদের না দেখলে দিনটাই খারাপ যেত,
হয়তো সময়ের স্রোতে একদিন ঠিক হারিয়ে যাবো,
তাই সব সময় পাশে থাকিস – আমি না বললেও।
কারণ সময় তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না।
অবশেষে একটা কথাই বলতে চাই সেটা হল – তোমাদের সবাইকে অনেক ভালোবাসি
তাই তো অনেক অনেক মিসও করি, আজও।
ভালো থেকো বন্ধু।।
সম্পর্কিত ট্যাগ: বন্ধুত্ব নিয়ে ক্যাপশন , বন্ধুত্ব নিয়ে বিখ্যাত কবিতা, বন্ধু নিয়ে উক্তি, বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা।
লাইফস্টাইল
আপনি কি মানসিক হতাশায় ভুগছেন? তাহলে বদলে ফেলুন নিজের লাইফস্টাইল


আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়। আর প্রত্যেকবারের মতো আজকে আমি লাইফস্টাইল সংক্রান্ত নতুন একটি আর্টিকেল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেল পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের উপকারে আসবে।
হতাশা! হতাশা! হতাশা! এই কথাটা আমি অনেকের কাছেই শুনতে পাই। কেননা জীবনে চলতে গিয়ে এমন কেউ নেই যে কখনো হতাশায় পড়ে নি। তাই হতাশা এমন একটি ব্যাধি, যা আক্রমণ করে থাকে সবাইকে। তবে এক্ষেত্রে এটি মানুষভেদে একেক রকম। হতাশা কারো কারো ক্ষেত্রে দীর্ঘ স্থায়ী হয় আর কারো ক্ষেত্রে স্বল্প স্থায়ী। তবে সত্যি বলতে আমার নিজেরও মাঝে মাঝে হতাশা আসে, আর আমিও বেশ হতাশ হয়ে পড়ি। কিন্তু তখনই মনে হয়, হতাশা আমাকে পেয়ে বসার আগের আমি একে হরিয়ে দেবো! এই চিন্তাটা থাকার কারণে হতাশা জিনিসটা আর আমায় জেঁকে বসতে পারে না।
তবে পূর্বেই বলেছি, সবাই তো আর এক না। আমরা অনেকেই আছি যারা হতাশাকে নিজেদের লাইফস্টাইল থেকে দূর করার চেষ্টা করি, কিন্তু পারি কি? পারি না। তবে আজকে আমি বলব কিভাবে আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করবেন।
আর কিভাবে হতাশাকে বাই বাই বলে একটি সুস্থ ও সুন্দর লাইফ যাপন করতে পারবেন মূলত সেই বিষয়গুলিই আজ আপনাদের সাথে শেয়ার করব।
হতাশাকে দূর করার উপায়
১. সুনিয়ন্ত্রিত জীবনযাপন করুন
আপনি যদি মাঝে মাঝেই হতাশায় ভুগে থাকেন, তাহলে একটি সুন্দর নিয়ন্ত্রিত জীবন থাকলে কিন্তু আপনাকে আর হতাশা ঘিরে ধরতে পারবে না। নিজের জীবনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে কাজকর্ম করেই আসলে দিন কেটে যাবে, তখন আর আপনার হতাশা পাত্তাই পাবে না।
২. নৈরাশ্যবাদী হবেন না
একটা গ্লাসের অর্ধেক পানি ভর্তি। গ্লাসটি সম্পর্কে একজন আশাবাদীর বক্তব্য হবে যে, গ্লাসটি অর্ধেক ভর্তি। আর একজন নৈরাশ্যবাদী বলবে, গ্লাসের অর্ধেক খালি। তবে আপনি অবশ্যই নৈরাশ্যবাদী হবেন না। কারণ নিরাশা একবার যদি আপনার ওপর ভর করে বসে তাহলে অন্যান্য আরো মানসিক সমস্যাগুলো এসে জুড়ে যাবে সাথে সাথে।
৩. অনিদ্রাকে না বলুন
এটি একটি পরীক্ষিত ব্যাপার যে, বেশি রাত জাগলে সেটি মনের উপর বিরূপ প্রভাব ফেলে, জন্ম নেয় বিভিন্ন মামসিক সমস্যা। তাই রাত জাগা নিশাচর পাখি না হয়ে ঠিক সময়ে ঘুমিয়ে পড়ুন। এতে আপনার মন সুস্থ থাকবে, পাশাপাশি আপনার দেহও থাকবে সুস্থ। ফলে হতাশা দূরেই থাকবে।
৪. নিজেকে যতসম্ভব ব্যস্ত রাখুন
অকারণে সময় নষ্ট করাটা আজকের প্রজন্মের যেন এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। কোনো কাজ না করে সময় নষ্ট করার পরপরই একটা সময় নিজের মধ্যে হতাশা কাজ করে। কেন অপচয় করলাম নিজের মহামূল্যবান সময়? জীবনে কি আর কিছু করতে পারব? আর এখান থেকেই নানান মানসিক সমস্যা এসে যোগ দেয়। তাই সবসময় কিছু না কিছু করে ব্যস্ত রাখুন। তবেই আপনি হতাশাকে দূরে রাখতে পারবেন সব সময়।
আশা করি এই বিষয়গুলি মাথায় রাখলে হতাশা আর আপনাকে ভর করতে পারবে না।
আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন
লাইফস্টাইল
প্রতিদিন যে কয়টি ভুল আমরা করে চলেছি


বর্তমান এই যুগটা এমন এসে দাঁড়িয়েছে যেখানে মানুষের ভুল খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু নিজের ভুল ধরা খুব মুশ্কিল। কেননা প্রত্যেকেই নিজের কাছে প্রভু। তাই দেখবেন আপনারর কাছে যে কাজগুলোকে ঠিক মনে হচ্ছে, সে কাজগুলো হয়তো আমার কাছে ভুল। আর এভাবেই আমরা একের পর এক ভুল করে যাচ্ছি প্রতিনিয়ত। তাই ভুল আর ধরা হয় না। তবে আজকে সেই বিষয়গুলিই নিয়েই আবার আপনাদের সামনে হাজির হয়েছি।
আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেল পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের উপকারে আসবে।
প্রতিদিনের ভুল
অন্তত ৪ ধরনের ভুল আমরা প্রতিনিয়তই করে থাকি। কি সেগুলো, সেটা হয়তো আপনিও ভাবছন। যাই হোক, যে ভুলগুলো আমরা করে থাকি তার মধ্যে, যেমন—
১. ভেবে কথা বলি না
মাসখানেক আগে ১৬ ই ডিসেম্বরের রাত্রে আমাদের পাইলট স্কুলের এখানে আয়োজিত এক অনুষ্ঠান সভায় গিয়েছিলাম। সেখানে মাঠের একদিকে আমি আর আমার এক বন্ধু একটা বিসয় নিয়ে বেশ জ্ঞানগর্ভ আলোচনা শুরু করেছিলাম। তা আমি খেয়াল করে দেখলাম, আমি আসলে আমি আমার মতামতগুলোকে বারবার ডিফেল্ড করে যাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডটি চিন্তা চেতনার স্বপক্ষে কথা বলে যাচ্ছিলো। তা এভাবে ঘন্টাখানেক বিতর্ক করে যাবার পর এমন একটা পর্যায় আসলো যেখানে এই আলোচনায় আমাদের কেউই কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না। অর্থাৎ, পুরো বিতর্কের কোনো ফলাফলই নেই!
এখন আমার মনে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ভুল করার মধ্য এটা প্রথম ভুল।
কেবল নিজের যুক্তিতে অনড় না থেকে অন্যের কথাগুলো ঠিক মতো না শুনলে আসলেই কোনো সিদ্ধান্তে আসা যায় না।
২. লেখার আগে তেমন ভাবি না
আমাদের লেখালেখির অনেকটাই এখন এমন হয়ে গেছে মোবাইল নাতো কম্পিউটারের স্ক্রিনে। তাই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় দেখবেন কত মানুষের কত একের পর এক নেগেটিভ কমেন্ট আর কমেন্ট আর পোষ্ট আর পোষ্ট!! একজন মানুষের তো সোশ্যাল মিডিয়ায় নিজ সম্মান রয়েছে। তাই কোনো কিছু পোষ্ট বা কমেন্ট করার আগে যা লিখছি, তা আমার কাছে কতটা সম্মানজনক হবে সেটা নিয়ে আজকাল অনেকেই অত কিছু ভাবে না ভাবুন। আমাদের মনে রাখতে হবে, অকারণে কোনো মানুষকে ট্রল করা বা অপমান করা— অগুলোতে কিন্তু নিজেরই সম্মানহানি নয়, অন্যের নয়।
৩. হেরে যাওয়ার আগেই হেরে যাই
আমাদের মধ্যে অনকেই আছি যারা কোনো কাজ শুরু করার আগেই হা-হুতাশ শুরু করে দেই। এটা করে লাভ কি, এতে কোনো নেই, আমার এতো সময় নেই— এরকম হাজারটা অজুহাতের মাঝে শেষশেষ দেখি যে কাজটাই করা হয়ে ওঠে না। আর কাজ শুরু করার আগে কাজে ব্যর্থতার ভয়টাই আমাদের আর সামনে এগোতে দেয় না।।
আশা করছি এই ৩ টি বিষয় সর্বদা আমরা মনে রেখে ভুল থেকে নিজেদের সংশোধন করতে পারব।
আজকে এ পর্যন্তই। এতক্ষণ আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ। তবে আপনি হয়তো ভাবছেন, নিজের ভুল সংশোধন করে অন্যের ভুল নিয়ে আর্টিকেল লিখছে। আসলে আমি নিজের অভিজ্ঞতাগুলো নিয়েই ভাবলাম এরকম একটা আর্টিকেল আপনাদের সাথে শেয়ার করব। তাই করলাম। ভুল করে থাকলে মাফ করে দিয়েন।
লাইফস্টাইল
প্রেমে পরলে মেয়েদের যে অনুভূতি হয়


প্রেম মানব জাতির এমনই একটা অঅনুভুতি যার অন্য কোন কিছুই সাথে তুলনা হয় না। প্রেম যা নিয়ে রচিত অনেক স্যাহিতিক দের অনেক স্যাহিত্য। প্রেম যার জন্য মানুষ কে হাসতে হাসতে জীবন দিতে পারে । প্রেম যা মানুষকে ত্যাগ করতে শেখায় ত্যাগ করতে।
প্রেম এমনই একটা অঅনুভুতি যা এক বার কেউ অনুভব করলেই মানুষ নিজের সব দিয়ে দিতে পারে। সত্যিকারের প্রেমকে পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ সুন্দর অনুভুতি ধরা হয়েছে। প্রেম কে পৃথিবীর সব থেকে পবিত্র অঅনুভূতি এবং সৃষ্টিকর্তার দেওয়া আর্শীবাদ বলে মনে করা হয়।প্রেম মানুষকে দিয়ে সব করাতে পারে। প্রেম এমন একটা অঅনুভুতি যা পথের ভিকারি থেকে বড় বড় রাজা মহারাজা সবাই অনুভব করে।
প্রেম ধনি, গরিব, জাতি ধর্ম কিছুর বাধা মানে না।প্রেম যার জন্য সবাই পাগল। এই প্রেম যা মানুষকে কাদায় কষ্ট দেয় কিন্তু তাও মানুষ শত কষ্ট সহ্য করে কিন্তু প্রেম ভুলতেই পারে না। প্রেম যা সৃষ্টি শুরু থেকে রয়েছে। যার মাধ্যমে এই পৃথিবীর চলে। প্রেমের মাধ্যমেই মানুষ অনুভব করে। প্রেম যা মানুষকে এতে দেয় পৃথিবীর সব শান্তি। ইতিহাসের দিয়ে তাকালেই দেখা যায় পৃথিবীর অঅধিকাংশ যুদ্ধ হয়েছে প্রেমকে নিয়ে। প্রেম সৃষ্টিকর্তা মানুষকে সসর্বশ্রেষ্ঠ উপহার।
এই প্রেম যা হয় দুটি মানুষের ভিতর দুটি আন্তার ভিতর। প্রেম যা এক করে দুটি মানুষকে। প্রেম একটা অঅনুভুতি সেটা অনুভব করলে
মানুষকে নিজের নিয়ন্ত্র থাকে না। প্রেম যা দুটি মনের একত্র হওয়ার মধ্য দিয়ে শুরু হয়। এর পর যারা প্রেম পরে তারা চিরকালের জন্য হয় দুজ দুজনার। কিন্তু সাভাবিক ভাবে এর এক জন নারী এবং অরেক জন পুরুষ হয়।
এতে অনুভুতি ত আলাদা হয়। সত্যিকেরের ভালোবাসলে
একটা মেয়ে যখন প্রেমে পরে তার মনের অবস্থা তখন অনেক টা মিশ্রত থাকে অনেক টা খুশি, কিছু ভয়, কিছু চিন্তা, ইত্যাদি মিসে থাকে। সে প্রেথম প্রেথম প্রায় কিছুই বুঝতে পারে না। এর পর সে যার প্রেমে পরে তার প্রতি একটা গভীর ভালোবাসা অনুভব করে। সে কাছে থাকলে ভালোলাগে দূরে গেলে কষ্ট। তাকে ঘীরে মেয়ে টার পৃথিবী হয়ে যায়। তাকেই পৃথিবীর সব থেকে সুন্দর সব থেকে ভালো বলে মনে হয়। সব সময়ই তার কথা মনে আসে। সে যেন রক্তের ম মধ্যে মিশে যায়। এমন মনে হয় তাকে ছাড়া পৃথিবীতে অন্য কেউ নেই। সে থাকলে সব খুশি থাকবে।তখন তার ভালোলাগা নিজের ভালো লাগা হয়ে যায়। তার খুশিকেই নিজের খুশি ভাবতে শুরু করে মেয়েরা।
তাকে নিয়ে থাকে সব কিছু। এভাবেই মেয়েদের ভালোবাসার মানুষ হয়ে ওঠে তাদের পৃথিবী।
একটা মেয়ে নিজের সব কিছু দিয়ে চেষ্টা করে তার মনে থাকার কারণ সেই পৃথিবীর।
তার দেওয়ার সব কিছু সহ্য করতে রাজি থাকে শুধু একটু ভালোবাসার জন্য। তাই যখন একটা মেয়ের ভালোবাসা তাকে ছেরে যার পুরো পৃথিবীর তাকে ছেরে যার। আর তাই ভালো ছেড়ে যায়। তাই মেয়ে রা তখন এত ছটফট করে। একটা মেয়ের কাছে এই কষ্ট মৃত্যুর সমান হয়। পুরো পৃথিবীর টা অন্ধকার হয়।
একটা মেয়ে নিজের সব সুখ ভালো লাগে ত্যাগ করে দেয় নিজের ভালোবাসার জন্য।
এটা মেয়ে তার। সত্যিকারের ভালো বাসার জন্য জীবন দিয়ে দেয় হাসিমুখে। এটা ভেবে যে তাহলে তার ভালোবাসার মানুষ টা ভালোথাকবে।
আর এটা প্রমান করে একটা মেয়ের ভালোবাসা কতটা পবিত্র।
এই ছিল আজ আমার প্রেমে পরলে মেয়ে যা অনুভব করে সেই বিষয় নিয়ে কিছু কথা আশা করি সবার ভালো লাগবে।
Md Ahasan Habib
February 1, 2020 at 8:18 am
nice…post.
Mizanur Rahman
February 2, 2020 at 8:03 pm
বেচে থাকুক, বন্ধুত্ব
Koli Talukder
May 16, 2020 at 2:58 pm
সুন্দর
jubair hossain
February 2, 2020 at 11:30 pm
miss dst
jubair hossain
February 3, 2020 at 6:11 pm
nc hoise
Ratul Foysal
February 4, 2020 at 6:14 pm
পুরোনোদিনেরকথা মনে পড়েগেল
Md Sakib
February 6, 2020 at 3:20 pm
Darun hoice
Mehedi Islam Noman
February 5, 2020 at 8:07 pm
Nice
Mehedy Hasan
February 7, 2020 at 10:21 am
I miss my best friend still now
Tamim Ahmed Sakib
February 8, 2020 at 9:13 am
Gd
Tuber Jihad
February 9, 2020 at 9:59 am
Good
Abu Sufian
February 11, 2020 at 8:05 am
Gd
Fazle Rabbi
February 11, 2020 at 1:06 pm
gd
Utsa Kumer
February 12, 2020 at 12:08 am
nice post
Sanjida Afrin
February 13, 2020 at 4:23 pm
দারুণ
Sanjida Afrin
February 17, 2020 at 1:06 pm
nice
Gourob Ghosh Durjoy
February 19, 2020 at 11:25 am
Nice post
Riton Sharma Sagar
February 21, 2020 at 5:24 pm
অসাধারণ
ikram hossen
February 26, 2020 at 4:44 pm
খুবই সুন্দর
ikram hossen
February 29, 2020 at 5:28 pm
beautiful
abu bakkar
February 29, 2020 at 10:40 pm
nice post
Mosarrof sarker
March 5, 2020 at 5:41 pm
Amazing
ramal chakma
March 9, 2020 at 7:25 am
darun
Md Maruf
March 12, 2020 at 9:54 pm
ধন্যবাদ।
firoz alam niloy
March 25, 2020 at 8:01 am
NC
Md.Nayeem islam
March 25, 2020 at 10:00 pm
Nice
Nemon Rudra
April 12, 2020 at 9:25 pm
এটাতো বন্ধুত্ব
Md Mithu Rahman
April 17, 2020 at 10:03 am
Amr o bondhu silo
Nourin Nishat
April 19, 2020 at 9:10 pm
Great
Misti Islam
April 22, 2020 at 1:40 am
Nc
Md Motiur
April 22, 2020 at 10:57 pm
nice
jakariya jakariya
April 23, 2020 at 8:18 pm
Good
Mahade Hasan
April 24, 2020 at 10:26 am
Nice
Partha Kumar
April 26, 2020 at 6:24 am
Nice
Md Golam Mostàfa
April 26, 2020 at 11:52 am
পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
Sharif Zindaneee
April 26, 2020 at 11:11 pm
nice
Mawon Biswas
April 27, 2020 at 2:25 am
Nc
Shanjida Islam
April 27, 2020 at 8:53 am
Atai tw frndship😍
Sabina Akter
April 29, 2020 at 4:37 am
Vlo thakok proti ta bondo
Sujon Saikot
May 1, 2020 at 12:14 pm
Apni to amake bondhur kotha mone koriye dilen
Md Khyrul
May 1, 2020 at 11:05 pm
Nice
Mojammal Haque
May 2, 2020 at 5:30 pm
Good
kawsar hasan
May 6, 2020 at 4:07 am
wow
Parvej Abir
May 6, 2020 at 7:06 pm
বেঁচে থাকুক বন্ধুত্ব
Shanta Akter
May 7, 2020 at 10:31 pm
Daru Post
Hridoy Khan
May 8, 2020 at 2:02 pm
good
Aysha Binte
May 8, 2020 at 9:17 pm
nice
Jahangir Alam
May 9, 2020 at 3:30 am
Onk valo
Anisur Rahman
May 9, 2020 at 2:23 pm
wow
Hridoy Khan
May 9, 2020 at 4:44 pm
wow
Emon Rafiq
May 12, 2020 at 1:29 am
I miss my friend
Abir Hasan
May 13, 2020 at 6:21 pm
thik bolsen vai
rijbj jakir
May 13, 2020 at 7:01 pm
nice
Tawsif Apon
May 15, 2020 at 1:12 am
Frnd are forever
Koli Talukder
May 16, 2020 at 3:00 pm
সুন্দর
Arshia joya
May 22, 2020 at 5:00 am
Friendship
Riad Hasan
May 23, 2020 at 12:24 pm
Awesome
Emon Rafiq
May 23, 2020 at 11:51 pm
I miss my friends
Pipilika knowledge
May 24, 2020 at 5:03 pm
gd
Humayun Kabir
May 24, 2020 at 9:23 pm
Gd
sulay man
May 27, 2020 at 5:13 pm
miss you all friend
Nazmul Habib
June 25, 2020 at 6:18 pm
sundor
Md Shakil
July 4, 2020 at 10:26 am
Great
Nazmul Haque
September 18, 2020 at 7:45 pm
Nice
kamrum naher123
October 13, 2020 at 8:34 pm
Valo post
Shanta Akter
October 22, 2020 at 11:05 pm
সুপার
md safin ahmed
November 25, 2020 at 5:02 pm
i love my all of friend
Nuhash Polly
December 16, 2020 at 9:50 am
nice
Mainul islam Robin
December 17, 2020 at 6:20 pm
Like this💕💕💕
Tanvir Ahmed
January 4, 2021 at 3:51 pm
Nice