বাংলাদেশের উপর কি ঘটে যাচ্ছে আর কি প্রভাব পরবে তার ইতিবাচক কিংবা নেতিবাচকতার নির্দেশ করে। একদিকে উন্নয়ন অন্যদিকে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরনে মানুষের দাবি- এদুটো দিক নিয়ে সম্ভবত বাংলাদেশ বড় ধরনের উভয়সংকটে পরতে যাচ্ছে। জনগনের জন্য এদুটো জিনিসই নিশ্চিত করার দায়িত্ব সরকারের অপরদিকে যেকোনো উন্নয়ন বাস্তবায়ন করতে হবে জনগনের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেই। এনিয়ে বাংলাদেশ চরম বিপাকে পড়তে যাচ্ছে। একটা মনোস্তাত্তিক জটিলতার মধ্যে দিনাতিপাত করছে জনগন। তারা আসলে বুঝতে পারছে না, কি হতে যাচ্ছে দেশে। সরকারও যথেষ্ট দক্ষতার সাথে সিদ্ধান্তগুলো নিতে দিধান্নিত হয়ে যাচ্ছে, সবকিছু কেমন যেন তালগোলে পাকিয়ে যাচ্ছে।
অন্যদিকে আন্চলিক সংকটগুলো এমনভাবে বাংলাদেশকে বিপদে ফেলতে যাচ্ছে যে তা বাংলাদেশ কোনভাবে মোকাবেলা (কূটনৈতিক, রাজনৈতিক, শক্তির ব্যবহার, সমঝোতা, মধ্যস্ততা) করবে, সেটা নিয়েও উভয় সংকটে আছে ঢাকা। একদিকে মায়ানমার থেকে লাখ লাখ আরাকান প্রতিষ্ঠিত নাগরিকরা এসেই রয়েছে, অন্যদিকে ভারতের আসাম প্রদেশ থেকে প্রতিষ্ঠিত নাগরিকদের জোর করে বাংগালি বানিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন। বন্ধুপ্রতীম দুই প্রতিবেশী দেশের কার্যক্রম যেভাবে আগাচ্ছে তাতে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব কোন পর্যায়ে গড়ায় তা নিয়ে বাংলাদেশের জনগন উদ্বিগ্ন দিন কাটাচ্ছে।
6 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Nice
Nice
https://blog.jit.com.bd/a-good-quality-gpu-for-smartphones-4544
Thanks
nice post
ok