হ্যালো বন্ধুরা। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ নিয়ে কিছু অজানা তথ্য জানা যাক।অবশ্যই একদিন অজানা তথ্য কাজে আসবে,,,,
১. মৎস্য এ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
-Ministry of Fisheries and Livestock.
২. মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পূর্বনাম কি?
– মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়।
৩. মেরিন ফিশারিজ একাডেমি কোথায় অবস্থিত?
-চট্টগ্রাম।
৪. BFDC এর পুনরুপ কি?
– Bangladesh Fisheries Research Institute.
৫.মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর নামকরণ করা হয় কবে?
-৩ ফেব্রুয়ারি ২০১০।
৬.MFA এর পূর্ণরুপ কি?
-Marine Fisheries Academy.
৭. বাংলাদেশমৎস্য গবেষণা ইন্সটিটিউটের নদী মৎস্য সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
-চাদপুর।
৮. বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র কথায় অবস্থিত ?
– ময়মনসিংহ , চাদপুর , খুলনা, কক্সবাজার, বাগেরহাট।
৯. মেরিন একাডেমি ফিশারিজ এর প্রতিষ্ঠা কবে ??
– ১ সেপ্টেম্বর ১৯৭৩।।
১০. BLRB এর ইংরেজি না কি??
-Bangladesh Livestock Research Institute.
১১. DLS এর ইংরেজি নাম কি?
– Department of Livestock service.
১২. মৎস্য প্রশিক্ষণ একাডেমি কোথায় অবস্থিত?
– সাভার, ঢাকা।
১৩.রাজ কাকড়া কি?
– বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম।
১৪. ব্ল্য।ক বেঙ্গল কি?
– একটি ছাগলের নাম।
১৫.যমুনাপড়ি ছাগলের অপর নাম কি?
-রামছাগল।
১৬. দেশে উৎপাদিত দুধের শতাংশ পরিমান কত?
-৯০ ভাগ।
১৭. বাংলাদেশে বৃহত্তর পশু কোনটা?
– হাতি।
১৮. ছাগল উন্নয়ন ও পাঠা কেন্দ্র কোথায় অবস্থিত?
– রাজবাড়ি হাট।
১৯. বাংলাদেশে প্রথম গাধা পালন কেন্দ্র কোথায় অবস্থিত?
– রাঙামাটি জেলায়।
২০. বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
– সিলেটের ঢিলাগরে।
২১. বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
– কক্সবাজার জেলার চাকোরিয়াতে।
২২. দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত?
-করমজল, সুন্দরবন।
২৩. বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র কবে অবস্থিত হয়?
-২০০২ সালে।
২৪.বাংলাদেশে প্রথম প্রজাতির park কোথায় অবস্থিত?
– চট্টগ্রাম এ অবস্থা করে।
আশা করি এসব তথ্য ভালো লাগবে