বাংলালিংক সিমে ভ্যালু এডেড সার্ভিস চালু হয়েছে? নিন সমাধান

বাংলালিংক সিমে ভ্যালু এডেড সার্ভিস চালু হয়েছে? নিন সমাধান

হ্যালো বন্ধুরা ,কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি । এটা আপনারা বাংলালিংক সিম থেকে আপনারা করতে পারেন ।

আজকে আমি কথা বলবো ভ্যালু এডেড সার্ভিস নিয়ে। এটা চালু হলে আপনার মোবাইলে টাকা কেটে কেটে শেষ করে দেয়।

আপনার সিম থেকে অহেতুক টাকা কেটে নিচ্ছে তাই না !
আপনি খুব উত্তেজিত হয়ে আছেন এই বিষয় টা নিয়ে তাই না ?

কিভাবে এতো টাকা কেটে নিচ্ছে । কেনো কাটছে টাকা ?আবার অনেকে গালি দেয়। আবার অনেকে মনে করে তাদের বাচ্চা রা চাপতে চাপতে টাকা শেষ করেছে।

আসলে সত্য টা হলো – এমনি তেই এসকল সার্ভিস চালু হয়ে যায়। আর যারা ইন্টারনেট চালান তাদের তো এটা নিত্য দিনের সংগী। আর এভাবে টাকা কেটে নিলে মেজাস টা বিগড়ে যায় ।

তাহলে আমরা তার উপায় টা জেনে নিই কি বলেন

এই পদ্বতি টা সকল অপারেটরের জন্যে প্রযোজ্য ।

প্রথমে আপনি মেসেজ অপসনে চলে যান তারপর “stop all” লিখে৬৮৮৮ নাম্বারে পাঠিয়ে দিন তারপরে একটা কনফারমেশন মেসেজ আসবে , সেখানে বলা থাকবে আপনি ৭২ ঘন্টার মধ্যে আপনার সার্ভিস টি বন্ধ করে দিবে ।

আর যদি টাকা কাটতে থাকে তাহলে আপনি আপনার সিমে টাকা উঠানো বাদ দিয়ে দিবেন । ৭২ ঘন্টা পরে তুলবেন তারপর আর কাটবেনা টাকা।

আশাকরি আপনাদের এই অফারটি ভালো লেগেছে, এই রকম আরো অফার জানতে এখানে রোজ ভিজিট করুন । ধন্যবাদ সবাইকে । আরো কিছু জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন