বাবার সাথে প্রথম
হাট৷
আজ শুক্রবার৷ হাটের দিন৷ মিয়ন তার বাবার সাথে হাটে যাবে৷ যেখানে হাট বসে সে জায়গাটির নাম কাঞ্চনপুর৷ সবায় এটাকে কাঞ্চনপুরের হাট বলে ডাকে. মিয়নের বয়স আট বছর, সে আজ হাটে যাবে তাই সবাইকে বলতে সে এখন ব্যস্ত৷ দুপুরের খাওয়া শেষ করে মিয়নকে তার মা সাজিয়ে দিল হাটে যাওয়ার জন্য৷ মিওনের মা মিয়নের হাতে একটা ব্যাগ দিয়ে বলল, আজ আমার বাবা হাটে যাচ্ছে দেখব আমার বাবা আমার জন্য হাটে থেকে কি নিয়ে আসে৷ তারপর মিয়ন ও তার বাবা হেঁটে হেঁটে হাটের দিকে যাচ্ছে৷ রাস্তায় দেখতে পেল আরও অনেকেই যাচ্ছে হাটে৷ মিয়নদের বাড়ি থেকে হাটে পৌছতে সময় লাগে ত্রিশ মিনিট৷ হাঁটতে হাঁটতে তারা হাটের নিকট এসে পৌছালো৷ মিয়ন দেখতে পেল অনেক মানুষের ভীর৷ সে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা এখানে এতো ভীর কেন? তার বাবা জবাব দিল, এটাইতো হাট বাবা৷ মিয়ন একটু ভয় পেল আর তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা আমিতো হাড়িয়ে যাবনা? বাবা বলল, না বাবানা, হারাবেনা৷ তুমি শুধু আমার হাত ধরে রাখবা৷ তারা হাটের ভিতরে প্রবেশ করল৷ মিয়ন তার বাবার হাত ধরে আছে৷ তার বাবা কিভাবে কি কিনছে শুধু সে দেখছে৷ দেখতে দেখতে সে দেখতে পেল তার বাবা এমন একটি জায়গায় এসেছে যেখানে খুব বেশি ভীর নেই তবে মিয়ন সেখানে এসে খুব আনন্দিত হলে৷ এখানে শুধু খাবার তৈরী হচ্ছে৷ জিলাপি, চানাচুর, বিস্কুট ইত্যাদি৷ মিয়নের বাবা অনেকগুলো জিলাপি কিনল এবং সেগুলি ব্যাগের ভিতর রাখল৷ তারপর মিয়নকে জিলাপি বিক্রেতার পাশে বসিয়ে জিলাপি খেতে দিল৷ জিলাপি খেতে থাকল মিয়ন৷ হঠাৎ সে ভয় পেয়ে কান্না৷ জিলাপি বিক্রেতা তাকে আরও জিলাপি দিল কিন্তু তার কান্না থামল না৷ এরি মধ্যে বাবা এসে মিয়নকে বুকি জড়িয়ে ধরে আদর করে বলল, কি হইছে বাবা, এইতো আমি এসেছি৷ দেহ কত্ত বড় মাছ৷ বাবাকে পেয়ে আর মাছটা দেখে মিয়ন খুব খুশি হলো৷ বাবা আরও বলল, প্রথম হাটে আসলে অনেক বড় মাছ কিনতে হয়, দেখ এটা হাটের মধ্যে সব থেকে বড় মাছ৷ মাছটা মিয়নের হাতে দিয়ে বাজারের ব্যাগটা বাবা নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল আর বাবা মিয়নকে শিখাচ্ছে, তোমার মা কে বলবে দেখ আমি হাটে থেকে কত বড় মাছ এনেছি৷ তারা কথা বলতে বলতে বাড়ি পৌছালো
Zayed Khan sang the theme song of Bangabandhu T20 Cup!
Zayed Khan, one of the heroes of Dhaka film, sang for the first time. Although the audience was fascinated by...