বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল। মুখোমুখি দুই জায়ান্ট উইন্ডিজ-ইংল্যান্ড। ভারতের মাঠের ঐ ফাইনালে শেষ ওভারের নাটকীয়তায় শিরোপা জিতে ক্যারিবিয়ানরা। সীমিত ওভারের ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের আধিপত্য ধরে রেখেছে সমানতালে।

বর্তমানের উইন্ডিজ দল অন্য ফরম্যাটের তুলনায় টি-২০ ফরম্যাটে একটু বেশিই ভয়ংকর। আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, ক্রিস গেইলরা সাম্প্রতিক বছর গুলোতে উইন্ডিজকে এই ফরম্যাটে আরো বিধ্বংসী করে তুলেছেন।

চলমান বাংলাদেশের বিপক্ষে সিরিজে গেইল-নারাইনরা দলে না থাকলেও কোন বেগ পেতে হচ্ছে না দ্বীপপুঞ্জ নিয়ে গড়া দেশটির। নিজেদের মাঠে প্রথম টি-২০ ম্যাচে জিতে সিরিজে লিড নিয়েছিল স্বাগতিকরা। কিন্তু দ্বিতীয় টি-২০ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

  • আজ ভোরে সিরিজ জয়ের সুযোগ সাকিব-তামিমদের। ফ্লোরিডায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতলে প্রথমবারের মত টি-২০ চ্যাম্পিয়ন উইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতবে টাইগাররা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আজ বাংলাদেশ সময় ভোর ৬টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট উইন্ডিজ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন