বেস্ট টয়লেট পেপার সার্চ করলে পাকিস্তানের পতাকা

বেস্ট টয়লেট পেপার সার্চ করলে পাকিস্তানের পতাকা 

বেস্ট টয়লেট পেপার সার্চ করলে পাকিস্তানের পতাকা

বেস্ট টয়লেট পেপার সার্চ করলে পাকিস্তানের পতাকা পাওয়া যাচ্ছে । আমরা এর আগেও এরকম ঘটনা দেখেছি, যেমন ডোনাল্ড ট্রাম্প এর ক্ষেত্রে, ইডিয়ট লিখে সার্চ করলে এরকম ছবি আসতেছিল, আমার মনে হয় এখোনও আছে ।
কিন্তু কেনো ?
কিছুদিন আগে ভারতে আত্মঘাতী হামলার কিছুদিন পরে এরকম টা পাওয়া যাচ্ছে । এতে ধারনা করা হচ্ছে যে, প্রতিবাদ স্বরুপ এটা করেছে ভারতীয়রা । অনেকে ব্লগে, বিভিন্ন খবরে, এরকম ছবি প্রকাশ করার কারনে এরকম দেখাচ্ছে গুগল ।

কিন্তু মজার বিষয় হলো , এ বিষয়ে গুগল কিছু বলেনি ।

আমরা অনেকেই জানি ,গুগুলে এরকম আগেও ঘটেছে । মোদি ও ডোনাল্ড ট্রাম্প কে ব্যঙ্গ করার জন্য ও এরকম অনেক কিছুই চলে আসতো ।

প্রথম পর্যায়ে এই বিষয়টা অল্প কয়েকজন জানতো , কিন্তু ব্লগার রা এটা তাদের পোস্টের মাধ্যমে ছড়িয়ে দেয়।

গুগল এবিষয়ে কোনো মন্তব্য এখনো ও করেনি । অনেক ব্লগাররা হয়তো প্রতিবাদের স্বরুপ এরকম ছবি ছড়িয়ে পেশ করেছে । বর্তমানে এই বিষয়টি একটি ভাইরাল হয়ে দাড়িয়েছে ।

সুত্র ঃ বিবিসি ।

Related Posts

10 Comments

মন্তব্য করুন