অনলাইনে ভালো ক্যারিয়ার এবং ইনকামের জন্য ব্লগিং অন্যতম একটি পেশা। সবসময়ের মত জনপ্রিয় ব্লগিং পেশাটি। আজ বিশ্বের অসংখ্য মানুষ ব্লগিং ক্যারিয়ার দ্বারা ভালো একটি ক্যারিয়ার গঠন করতে সফল হয়েছে। তবে নতুন হিসেবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন ব্লগিং শুরু করবো? তাই আজকের আর্টিকেলে আমরা ব্লগ ক্যারিয়ার শুরু করার ৫ টি প্রধান কারণ সম্পর্কে জানবো।
ব্লগিং শুরু করার ৫ টি কারণঃ
১. Royalty Earnings
ব্লগে কাজ করে আপনি রয়ালটি ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি নির্দিষ্ট একটা সময় কাজ করলে পরবর্তী সময়গুলোতে কাজ না করেও ইনকাম করতে থাকবেন। কেননা ব্লগ সাইটের দ্বারা আপনার সকল কনটেন্ট পাবলিক থাকবে আজীবনের জন্য। এখানে আপনাকে কেও বাধা দেওয়ার মতো থাকছে না। আর যতদিন আপনার পোস্ট মানুষ দেখতে থাকবে ততদিন পর্যন্ত আপনার ইনকাম হতে থাকবে।
উদাহরণ হিসেবে বলা যায়, আমাদের লেখকগণ অনেক ভালো ভালো বই প্রকাশ করেন। তবে লেখক বই লিখেন একটি, তবে পরবর্তীতে সেটি বিক্রি হয় একাধিক মানুষের কাছে। সুতরাং ব্লগের দ্বারা আপনি দীর্ঘসময় কাজ না করেও আয় করতে পারবেন।
২.Low Investment
কোনো ক্যারিয়ার শুরু করার আগে আমরা একটা বিষয় নিয়ে বেশি চিন্তিত থাকি সেটি হলো ইনভেস্ট। আমরা বেশি ইনভেস্ট দ্বারা কাজ করতে কেও পছন্দ করিনা। ব্লগিং এর ক্ষেত্রে আপনাকে তেমন একটা ইনভেস্ট করতে হবে না। খুব কম টাকা বিনিয়োগ এর দ্বারা আপনি ব্লগে কাজ শুরু করতে পারবেন। কেবল ৩-৪ হাজার টাকার মধ্যেই একজন নতুন ব্লগার তার ব্লগ ওয়েবসাইট দার করাতে পারেন।
৩.Time Freedom
চাকরির ক্ষেত্রে আপনাকে বরাবর সময়ে নিজের কাজ করতে হয়। কিন্তু ব্লগ ক্যারিয়ার এর ক্ষেত্রে আপনি নিজের ইচ্ছামত যখন খুশি তখন কাজ করতে পারবেন। বলা যায় এটি এক ধরনের স্বাধীন পেশা।
এছাড়া যদি আপনি কোনো চাকরি করেন, তাহলে চাকরি করার পাশাপাশি দৈনিক কিছুটা সময় আর্টিকেল লিখে আপনার ব্লগ সাইটে পাবলিশ করতে পারবেন।
সুতরাং ব্লগিং ক্যারিয়ারে আপনি নিজের ইচ্ছামত যেকোনো একটা সময়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
৪.Many sources of income
অনান্য পেশায় আপনি কেবল একটি সোর্স থেকে আয় করতে পারলেও ব্লগ এর ক্ষেত্রে আপনি অনেক সোর্স থেকে আয় করার সুযোগ পাবেন।
এখানে আপনার প্রধান কাজ হলো হাই কোয়ালিটি আর্টিকেল পাবলিশ করা। আর তাহলেই আপনি বহু পদ্ধতিতে আয় করতে পারবেন।
প্রথমত গুগল এডসেন্স দ্বারা ইনকাম করতে পারবেন ভালো পরিমাণে, দ্বিতীয়ত এফিলিয়েট প্রোগ্রাম দ্বারা ইনকাম করতে পারবেন। এছাড়াও এই দুটি পদ্ধতি ছাড়াও আপনি অন্য কারো প্রোডাক্ট সম্পর্কিত পেইড আর্টিকেল লিখে আয় করতে পারেন। এইভাবে বিভিন্ন সোর্স দ্বারা আপনি একটি ব্লগ সাইট তৈরি করে ইনকাম করতে পারবেন।
৫.English Skill Improvement
ইংরেজি স্কিল ডেভেলপ করতে আমরা সবাই চাই। আর ইংরেজিতে দক্ষতা অর্জন করতে হলে অন্যতম উপায় হচ্ছে অনুশীলন করা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অনুশীলন করার মতো পার্টনার খুঁজে পাই না।
এক্ষেত্রে আপনি ইংরেজি কনটেন্ট ব্লগ সাইটে পাবলিশ করতে করতেই ইংরেজি রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবেন। এই প্লাটফর্মে আপনাকে কেও কিছু বলবে না, আপনি আপনার পছন্দের বিষয় নিয়ে যেকোনো কনটেন্ট আপনার ব্লগে পাবলিশ করতে পারেন।
সুতরাং বর্তমান সময়ে যদি আপনি ব্লগিং ক্যারিয়ার শুরু করার কথা ভেবে থাকেন তাহলে আপনি ভুল সিদ্ধান্ত মোটেও নিচ্ছেন না। আর্টিকেলটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আল্লাহ হাফেজ।