ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করার কারণ উদঘাটন
ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করার কারণ উদঘাটন
বাংলাদেশে কয়েকদিন যাবৎ মুশলধারার বৃষ্টি হওয়ার কারনে সবজি বাজার এমনিতে গরম হয়ে আছে । বৃষ্টির কারনে বিভিন্ন সবজি গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাছাড়াও এগুলো বহন করা যাচ্ছে না ,তাই এর দাম দ্বিগুনের মতো ।
কিন্তু বর্তমানে পেয়াজের বাজারে রীতিমত আগুন লেগে আছে, আর এখন সেঞ্চুরি পার করে ফেলেছে প্রতি কেজিতে । এখন পেঁয়াজের দাম ১৩০ টাকা এর মত হবে প্রতি কেজিতে ।
এখন পেয়াজুর মধ্যে ও পেয়াজের চিহ্ন নাই । আর স্থানীয় হাট বাজারগুলো তে সরকারি লোকদের হস্তক্ষেপ ছাড়া দাম তো আর কমছেনা ।
পেঁয়াজের এরকম দামের কারনে হয়ে দাড়িয়েছে ভারত বাংলাদেশে আর পেয়াজ রফতানি করছেনা । এর কারন টা কি ,এ নিয়ে চলছে অনেক কানা ঘুষা , অতঃপর আমরা উদঘাটন করতে পারলাম এর আসল কারন । ভারতেও মুশলধারার বৃষ্টির কারনে বন্যার সৃষ্টি হয়েছে , এতে পেঁয়াজ উৎপাদনের ব্যাঘাত ঘটেছে ।এরপরে সেখানকার স্থানীয় বাজারগুলোতে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায় আর এ অবস্থা কে নিয়ন্ত্রন করতে বানিজ্য মন্ত্রণালয় পেয়াজ রপ্তানী বন্ধ করার ঘোষনা দেয় । এই কারনে আমাদের দেশে পেয়াজ রপ্তানি করছে না । এটাই হলো মেইন কারন । আর এদিকে আমাদের দেশে পেয়াজ সেঞ্চুরি পার করেও নট আউট হয়ে আছে ।
অতি শীঘ্রই পেয়াজ আমদানি করা হবে , আর পেঁয়াজের দাম কমে নিয়ে আসা হবে । এরপর হয়তো সাধারণ মানুষ সস্থি পাবেন ।
কারন সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন সাধারন মানুষেরা। আর ভারতের এই অবস্থার অবসান হলেই আবার রপ্তানী শুরু হবে বলে তারা জানাই ।
Good
Hmmm
Ooo
ok