ভিগো ভিডিও আপলোড করে অনলাইন থেকে ডলার ইনকাম করার উপায়

আমরা অনেকেই জানি ভিগো ভিডিও (VigoVideo) হচ্ছে অনলাইনে অন্যতম জনপ্রিয় একটি  ভিডিও শেয়ারিং অ্যাপ। বিশ্বের সবথেকে জনপ্রিয় ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইউটিউব থেকে যেভাবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায় ঠিক একইভাবে VigoVideo  থেকে ভিডিও আপলোড করেও ইনকাম করা যায়।

তবে ভিগো ভিডিও (VigoVideo)  তে একটু ভিন্ন রকম যেমন শুধু মাত্র ১৫  সেকেন্ডের ভিডিও আপলোড করে ইনকাম করা যায়।  সে দিক দিয়ে ইউটিউব থেকে একটু সহজ ভাবে ইনকাম হয় কিন্তু ইউটিউব এ যে পরিমাণে ইনকাম করতে পারবেন ভিগো ভিডিও (VigoVideo) এ  সেই পরিমাণ ইনকাম করতে পারবেন না। ভিগো ভিডিও (VigoVideo) এপ্স এর মাধ্যমে প্রতি ভিডিওতে ০.১৫ – ৩০ ডলার পযন্ত আয় করতে পারেন। ভিডিওতে যত বেশী ফেলেম  পাবেন ইনকাম তত বেশি হবে।

[১ ফেলেম = ০.০১৫ ডলার।]  এবং [৭৩ ফেলেম = ১ ডলার।]

আর এক ডলার সমান আমাদের বাংলাদেশি টাকায় ৮০ টাকা।

অতএব, ভিডিও যত বেশি ভাইরাল হবে ততো বেশি আপনার ইনকাম হবে।

ভিগো ভিডিও (VigoVideo)  অ্যাপস থেকে ইনকাম করতে হলে আপনার কি কি দরকার:

<

১.  একটি এন্ড্রয়েড মোবাইল

২. ইন্টানেট সংযোগ

৩. ভিগো ভিডিও এপ্স

 যেভাবে ভিগো ভিডিও (VigoVideo) App থেকে আয় করবেন:

প্রথমে ভিগো ভিডিও (VigoVideo) এপসটি  গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।  তারপর অ্যাপসটি ওপেন করুন। তারপর REGISTER এ ক্লিক করুন।

তারপর আবার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।

তারপর Continue with Facebook এ ক্লিক করুন।

তারপর Me বাটনে ক্লিক করুন।

এরপর আপনার ইচ্ছামত ১৫ সেকেন্ডের ভিডিও করুন এবং আপলোড করুন।

তারপর থেকে যত বেশী ফেলেম পাবেন ততবেশি ডলার ইনকাম করতে পারবেন। 

 টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

 ধন্যবাদ।

Related Posts

8 Comments

মন্তব্য করুন