আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। আজকে আমি পূর্বের ধারাবাহিকতায় “ভ্রমণে যাওয়ার প্রস্তুতি ২য় পর্ব” নিয়ে আলোচনা করতে যাচ্ছি। “ভ্রমণে যাওয়ার প্রস্তুতি ১ম পর্ব” দেখতে এখানে ক্লিক করেন। তাহলে শুরু করা যাক।
১৬. অতিরিক্ত কাপড় চোপড়:
দূরে কোথাও ভ্রমণ করতে গেলে আপনাকে অবশ্যই অতিরিক্ত কাপড় চোপড় নিতে হবে। ১৭. চার্জার:
ভ্রমণে অবশ্যই আপনাকে চার্জার নিয়ে যেতে হবে। হঠাৎ ফোন বন্ধ হয়ে গেলে আপনি চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারবেন।
১৮. ফাস্ট এইড
ভ্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আপনি যদি ফাস্ট এইড বাক্স নিয়ে যান তাহলে সাথে সাথে ব্যবস্থা নিয়ে নিতে পারবেন।
১৯. গুরুত্বপূর্ণ মলম:
ভ্রমণে ব্যাথা বা জ্বরের মলম নিয়ে নিতে পারেন। এতে হঠাৎ জ্বর বা ব্যাথা হলে আপনি ইন্সটেন্ট সাহায্য নিতে পারেন।
২০. পাওয়ার ব্যাংক ও ইউএসবি
অনেক সময় চার্জার সাথে করে নিলেও কারেন্ট থাকে না। তাই আমাদের চার্জ দিতে হিমশিম খেতে হয়। যদি সাথে একটা পাওয়ার ব্যাংক আর ইউএসবি থাকে তাহলে কেমন হয়? অবশ্যই ভালো হয়। কারণ পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিলে আপনার কারেন্টের প্রয়োজন হবে না।
২১.খাবার স্যালাইন:
ভ্রমণে যেতে সাথে করে খাবার স্যালাইন রাখতে পারেন।
২২. ছাতা
রোদ বৃষ্টি সব কিছুর বন্ধু ছাতা। ভ্রমণে যেতে হলে অবশ্যই সাথে ছাতা রাখতে হবে।
২৩.হজমী ট্যাবলেট:
আপনি ভ্রমণে যাওয়ার পূর্বে সাথে করে কিছু হজমী ট্যাবলেট নিয়ে নিতে পারেন।
২৫.বমির ট্যাবলেট:
অনেকের ভ্রমণ পথে বমি হয়। এই বমি এড়াতে পরিবহনে উঠার আগেই কিছু বমির ট্যাবলেট খেয়ে নিবেন। এতে করে বমি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।
২৬. নতুন প্লেসের পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম্বার রাখা:
অনেকে দর্শনীয় স্থান দুষ্টলোকদের আবাসস্থল। তাই নিরাপত্তার জন্য ভ্রমণে যাওয়ার পূর্বেই পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর নাম্বার নিয়ে নিতে হবে।
২৭. ডেবিট কার্ড:
অনেক সময় বড় অংকের টাকা সাথে নিলেও প্রয়োজন মিটে না। তাই আপনি সাথে করে ডেবিট কার্ড বা এটিমএম কার্ড নিতে পারেন। বিদেশ ভ্রমণের জন্য সাথে মাস্টার কার্ড রাখতে পারেন।
২৮. কার্বলিক এসিড:
আপনি যদি পাহাড়ি বা জঙ্গল এলাকায় ভ্রমণ করতে চান তাহলে সাথে করে কার্বলিক এসিড রাখতে পারেন। এতে সাপের ভয়াবহতা থেকে রক্ষা পেতে পারেন।
২৯. প্রয়োজনীয় বিছানা:
অনেক লোক আছেন অন্যের বিছানায় ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা ভ্রমণে সাথে করে একটা বিছানা এবং বালিশ নিতে পারেন।
৩০. প্রয়োজনীয় ঔষধ পত্র:
ভ্রমণে যেতে হলে সাথে করে অবশ্যই প্রয়োজনীয় ঔষধ পত্র নিতে হবে।
আজ এই পর্যন্ত।
আপনার ভ্রমণ হোক সূখময়।
আল্লাহ হাফেজ।
ভ্রমণে যাওয়ার প্রস্তুতি (১ম পর্ব)
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার দয়ায় ভালো আছি। আজকে আমি "ভ্রমণে যাওয়ার প্রস্তুতি...