Cheap price backlink from grathor: info@grathor.com

মায়ের মমতা

🎉 Get ৳10000 Bonus!

মা হারালে কি মা পাওয়া যায়?

ছোটবেলাতে ছেলেটির তার বাবাকে হারাই। ছেলেটিকে তার মা অনেক কষ্ট করে বড় করে।কোনোদিন মা নিজে নাখেয়ে ছেলেটার জন্য খাবার রেখেদিত।ছেলেটা যুবক হলো।এইসময় ছেলেটি একটা মেয়ের প্রেমে পড়লো।কিন্তু মেয়ে ছেলেটিকে ভালবাসত না।ছেলেটা মেয়েটাকে এতই ভালবাসত যে সে মেয়েটার জন্য জান দিতেও প্রস্তুত ছিল।মেয়েটি ছেলেটিকে একটি শর্তের বিনিময়ে বিয়ে করতে রাজি হয়।মেয়েটি শর্ত শুনে ছেলেটি ছুটতে ছুটতে তার মায়ের কাছে চলে যায়।ছেলেকে অস্থির দেখে মা জিজ্ঞাসা করে “কী হইছে বাজান”ছেলে বলে “আমি একটা মাইয়াকে ভালবাসি কিন্তু ঐ একখান শর্ত দিছে আমারে,শর্ত পুরন করলে গা সে আমার সাথে বিয়া করব”মা বলে “কি শর্ত বাজান???”ছেলে বলে”শর্ত হইলো,আমাকে আমার মায়ের কলিজা ডা তারে দেওন লাগবো”এই কথা শুনে মায়ের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর মা বলতে থাকে”তুমি চিন্তা কইর না বাজান,আমি অখনিই দিতাছি”এইবলে মা তার কলিজাটা বের করে তার ছেলের হাতে দেয়…মায়ের শরীরটা অসাড় হয়ে মাটিতে পড়ে যায়। মায়ের কলিজাটা হাতে পেয়ে ছেলেটা কোনোদিকে না তাকিয়ে ছুটতে থাকে।ছুটতে ছুটতে সে পথের মাঝে একটা পাথরে বেধে পড়ে যায়..মায়ের কলিজাটাও হাত থেকে পড়ে যায়..তখন মায়ের কলিজাটা বলে উঠল”ব্যাথা লাগছে বাজান”

Related Posts

10 Comments

  1. ছেলেটি বললেই পারতো,”আমি আমার মায়ের কলিজা।” তাহলে ছেলেটির মাকে মরতে হতো না,আর মেয়েটিও ছেলেটিকে বিয়ে করতো।

Leave a Reply