বিদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশী ব্যাটসম্যানদের সর্বোচ্চ রানের ইনিংসটি এখন মুমিনুল হকের। এর আগে তামিম জিম্বাবুয়ের বিপক্ষে করে ছিলেন ১৫৪ রান। ১৮২ রানের ইনিংসে মুমিনুল ২৭টি চার হাঁকিয়ে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারীর মালিক তিনি। এতো সব রেকর্ডের ম্যাচটি বাংলাদেশ জিতেছে ৮৫ রানে।
স্বাতিকদের আরেক ব্যাটসম্যান সিমি সিং ঝড়ো হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন। ৩২ বলে চার চার ও তিন ছয়ে ৫৩ রান করেছেন তিনি। স্টুয়ার্ট করেছেন ৪২ রান। ৪৩ রান করেছেন জেমস ম্যাককুলাম।
বাংলাদেশের হয়ে খালেদ তিনটি, ফজলে মাহমুদ ৩টি, শফিউল ২টি ও সাইফুদ্দিন ২টি করে উইকেট লাভ করেন।
আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায়। ৪ রানে ফিরে যান মিজানুর। পরের গল্পটা কেবল মুমিনুল হক ও জাকির হাসানের। দু’জনে মিলে গড়েন ২১০ রানের জুটি। এরপর জাকির হাসান ৭৯ রানে ফিরে যান। ৯৩ বলের ইনিংসে সাতটি চার ও দু’টি ছক্কা হাঁকান তিনি। তবে অবিচল থাকেন মুমিনুল হক।
জাকির, মুমিনুল আর মিথুনদের ব্যাটে বাংলাদেশ দল নির্ধারিত ওভারে ৪ উইকেটে ৩৮৫ রান তুলেছে। চার নাম্বারে নামা মিথুনও খেলেছেন বিধ্বংসী ইনিংস। মাত্র ৫১ বলে করেছেন ৮৬ রান। মারমুখী ইনিংসে ১৪টি চার আর দু’টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। ১৩ বলে ১৯ রান করেছেন আল আমিন। ২ রান অপরাজিত থেকেন আফিফ।
Gd
নাইস
nice
Ok
Good
❤️
Nice
Thanks