আসসালামু আলাইকুম।
কেমন আছেন বন্দুগন? আসা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজ আমি আপনাদের এন্ডুয়েড মোবাইলের চার্জ দ্বিগুন শক্তিশালী করার কিছু সেটিংস সহ গোপন টিক্স দেখাবো, যার মাধ্যেমে চাইলে আপনি আপনার মোবাইল ফোনের চার্জ আগের চেয়ে অনেক গুন বেশি বারিয়ে নিতে পারবেন।
তো চলুন আমরা সকলে মূল কাজে চলে যাই।
মূল কাজে জাবার আগে বলে নেই,
আপনাদের যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়, বা কোন কিছু জানার থাকে কমেন্ট করবেন। অবস্যই আমরা কমেন্টে আপনার করা প্রশ্নর উওর জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবং আপনারা কি রকম পোস্ট পেতে চান?
তা অবশ্যই কমেন্টে জানাবে।
#তো বন্দু-গন আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের সেটিংসে।
তারপর স্ক্রোল করে সবার নিচে চলে আসবেন।
এরপর দেখতে পাবেন সবার নিচে About Phone নামে একটি সেটিংস সেখানে ক্লিক করুন।
#এখানে অনেক গুলো সেটিংস দেখতে পাবেন, তো আপনারা যেটা করবেন, সেটি হলো এখান থেকে Build number অপশন টি খুজে নিবেন।
তারপর এই Build number অপশন টিতে একটানা সাত থেকে আটবার ক্লিক করবেন।
এবার আপনে সেখান থেকে রিসেন্ট বাটনে ক্লিক করুন এবং সেটিংস মেনুটি সরিয়ে ফেলুন।
# এবার আপনারা কি করবেন? ঠিক আগের মতোন করে সেটিংসে চলে আসুন, এরপর সক্রোল করে নিচে চলে আসুন। দেখতে পাবেন Developer option সেটার উপর ক্লিক করুন।
#এমন অনেক গুলো সেটিংসের একটি পেজ অপিন হয়ে জাবে।
##এখন আপনারা যেটা করবেন সেটি হলো। আগের মতোন স্ক্রোল করে সবার নিচে চলে আসবেন।
আসার পর দেখবেন Limit background processes নামে একটি সেটিংস আছে সেখানে ক্লিক করবেন।এরপর দেখবেন অনেকগুলো অপশন শো করতেছে, তো এখানে যেই অপশনটি থাকুক না কেন আপনি No Background processes অপশনটি চালু করে নিবেন। কেননা আপনি যখন আপনার মোবাইলে একাধিক এপ্স ব্যাবহার করেন তখন ঔ এপ্স গুলো আপনার ফোনের চার্জ নেয়। আর যখন আপনি Back বাটনে ক্লিক করুন। No Background processes চালু করে রাখবেন তখন আপনি হাজারো এপ্স ব্যাবহার করলেও কোনো প্রকার চার্জ নিবে না। চার্জ নিবে ঔ সময় যখন আপনি কোনো এপ্স এর ভিতর প্রবেশ করেন আর ঔ এপ্স এ থাকাকালীন সময় পযন্ত আপনার ফোনের চার্জ নিবে।
তা ছাড়া চার্জ নিবে না।
##এবার আপনি স্ক্রোল করে একটু উপরে চলে আসুন। দেখতে পাবে তিনটি সেটিংস *Window animation scale
*Transition animation scale এবং *Animation duration scale তো আপনারা একটি একটি করে তিনটি ফ্রমে ক্লিক করে 0.5× অপশন গুলো চালু করে নিবেন।
####এবার আপনার কাজ পুরোপুরি শেষ। শুধু দেখতে থাকবেন, আগের চাইতে আপনার ফোনে দ্বিগুন পরিমানে চার্জ থাকবে।
@আশা করি পোস্ট টি সবার ভালো লেগেছে।
আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রোপে জয়েন্ট হতে পারেন। এখানে ক্লিক করুন
তো বন্দু-গন আজকের মতো এই পযন্ত দেখা হবে পরবর্তি পোস্ট-তে। সেই পযন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
(আল্লাহ হফেজ)