যাকাত দিচ্ছি না, আমরা যাকাত খাচ্ছি..!!!

আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেক এর খারাপ লাগবে। কিন্তু সবার খারাপ লাগার কথা না।আজকের আলোচনার বিষয় হলোঃ

যাকাত

আমাদের সমাজে অনেক লোক আছেন জারা নিজেদের লাইফ স্টাইল নিয়ে ভাবেন।নিজের এলাকায় বা বাড়ির পাশের অসহায় লোকটির কি খবর তার কোন খেয়াল রাখে না।আপ্নারা একটু দু চোখ বন্ধ করে ভাবুন ওই সব অসহায় লোকের জায়গায় আপ্নি যদি থাকতে তখন আপনি কি করতেন বা আপনার কেমন লাকতো একবার চিন্তা করুন।তাই আপনার মুল্যবান যাকাত, ফিতরা, দান করুন সত্যিকারের অসহায় অসুস্থ সন্তান পরিবারহীন বৃদ্ধ মানুষদের জন্য …

আপনার প্রদত্ত দানে অসহায় অসুস্থ পরিবারহীন বৃদ্ধদের শেষ দিন গুলো হতে পারে আরামদায়ক।

অসুস্থ বৃদ্ধ, যাদের নেই কোন আপন জন, নেই মাথা গোজার ঠাই । বয়সের বার্ধক্যে কর্ম ক্ষমতা হারিয়েছে অনেক আগেই । বিভিন্ন জটিল এবং কঠিন রোগে আক্রান্ত।এদের কেউ ছিলো রাস্তায়, কেউ ছিলো মাজারে, আবার কেউ বা খুপরি ঘরে, কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবনের শেষ নিঃশ্বাস ফেলার অপেক্ষায়।

এই সব অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য।

<

বিঃদ্রঃকথা গুলো কারো কস্ট বা মোন খারাপের কারন হলে লেখক দায়ি না,আর যাদের ভালো লেগেছে তারা প্লিজ শেয়ার করে আরো ভালো ভালো কিছু লেখার উৎসাহ দিন।

ধন্যবাদ

Related Posts

17 Comments

মন্তব্য করুন