মনিটাইজেশন নিয়ে অনেকেই হতাশায় ভুগছেন। বিশেষ করে ভারতীয় একজন টেক বিশেষঅজ্ঞের ব্যাখ্যার কারণে এটি আরো বেশী প্রকট হয়েছে। গ্রুপে অনেকের বক্তব্য দেখে একটু খুঁজে দেখার জন্য ইউটিউবের অফিশিয়াল এবং সেই ভদ্রলোকের ভিডিওটি ভালো করে দেখলাম। উনি যেভাবে ব্যাখ্যা করলেন তার লেশমাত্র অফিশিয়াল কথায় ছিলোনা। অফিশিয়াল বক্তব্যটির মধ্যে মনিটাইজেশন নিয়ে গুরুত্ব দেয়ার মতো একটিমাত্র লাইন ছিলো “Even if we haven’t gotten back to you like it should be pretty clear like that kind of stuff is not going to get approved.” যার সাধাসিধে বাংলা অর্থ দাড়ায় “যারা মনিটাইজেশনের আবেদনের পর এই ব্যাপারে কোন উত্তর পাননি তাদেরগুলো এপ্রুভ হবেনা”। ভারতীয় ভদ্রলোক যে তথাকথিত ‘বাউন্ডারীর’ কথা বললেন এবং রিভিউ সংক্রান্ত যে সব গল্প শোনালেন তার পুরোটাই তার উর্বর মস্তিস্কের কল্পনার ফল। অথবা ভয় পাইয়ে দিয়ে ভিউ-সাবস্ক্রাইবার পাওয়ার চেষ্টা মাত্র। রিভিউতে যারা আছেন তাদের কি হবে বা কি হবেনা এই সংক্রান্ত একটি বাক্যও ইউটিউবের অফিশিয়াল বক্তব্য থেকে জানা যায় নি।
ইউটিউবের অফিশিয়াল বক্তব্য ছাড়া অন্য কোন বক্তব্যে কান না দেয়ার জন্য অনুরোধ করছি। আগামী ভিডিওতে তারা মনিটাইজেশন নিয়ে বিস্তারিত বলবে বলে জানিয়েছে। বিশেষ করে কিছু চ্যানেলকে কেন মনিটাইজেশন দেয়া হবেনা বা কি পদ্ধতিতে তারা মনিটাইজেশনের জন্য চ্যানেল বাছাই করছে তা নিয়ে জানাবে। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধারণ করুন। অফিশিয়াল বক্তব্য পেলে এরপর সিদ্ধান্ত নেবেন কি করবেন কি করবেন না। আমার ধারণা নিশ্চই যেগুলো রিভিউতে আছে তাদের জন্য নতুন কোন শর্ত আরোপ করা হবে। যা পুরণ করতে পারলে মনিটাইজেশন পাওয়া যাবে। আর যেগুলো কোন ক্রমেই মনিটাইজেশন পাওয়ার মতো নয় সেগুলোকে রিভিউতে নেয়া হয়নি বা কোন প্রকার উত্তরও দেয়নি। খুব অবাক হয়েছি একটি জনপ্রিয় টেক চ্যানেল থেকে এ ধরণের গুজব ছাড়ানোতে, আমি নিজেও চ্যানেলটির ভিডিও দেখতাম, তবে এরপর আর বিশ্বাস করছিনা।
ধন্যবাদ সবাইকে
❤️
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
আপনার একটা সাসক্রাইব আর একটা লাইক আমার জন্য অনুপ্রেরণা
Please support me🙂
Youtube Channel: https://www.youtube.com/channel/UCcrbrQxUzsavUjfXMgrsM6Q
Facebook page: https://www.facebook.com/107324621876693/posts/107963605146128/?app=fbl
❤️
Ok
Nice
ok