বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক মাধ্যম হলো ফেসবুক। আজকাল ফেসবুক চালায় না এমন মানুষ খুজে পাওয়া মুশকিল।
ফেসবুকে আপনি অনেকের সাথেই কানেক্টেড থাকেন। অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষ ফেক আইডি খুলছে আপনার নামে অথবা আপনার পরিচিত কারো নামে। এবং নানা আপত্তিকর ছবি বা পোস্ট শেয়ার করে আপাকে বিপদে ফেলছে।
বিশেষ করে মেয়েরা এরকম পরিস্থিতির বেশি শিকার হয়ে থাকে।তখন আমাদের প্রয়োজন হয় নিজেদের আইডি নষ্ট করার অথবা আইডি ডিএক্টিভ করে রাখা।
অথচ আপনি সামান্য কিছু কাজ করলেই একটা রিপোর্ট দিয়েও সেই একাউন্টি বন্ধ করে দিতে পারেন আপনাকে বিরক্ত করে বা হেয় করে ফেসবুক কেউ ব্যবহার করতে পারবে না।
এর জন্য প্রথমে যেই আইডিতে গিয়ে তার দুই, একটি পোস্টে রিপোর্ট দিবেন। তারপর থ্রি ডট আইকনে গিয়ে রিপোর্ট প্রোফাইলে ক্লিক করে ফেক অপশন সিলেক্ট করে রিপোর্ট দিন।
তারপর এর পর আবার রিপোর্ট এ গিয়ে রিপোর্ট দিস প্রোফাইল সিলেক্ট করুন
তার পরে “দে আর শেয়ারিং ইনএপ্রোপিয়েট অর অফেনেস্টিভ সিলেক্ট করুন
সেক্সউয়াল সাজেসটেড সিলেক্ট করুন
তার পর সাবমিট দিন।
এবার আবার রিপোর্ট অপশন এ গিয়ে
” রি কভার অর ক্লোজ দিস একাউন্ট ” অপশনটি সিলেক্ট করুন তারপর
ক্লোজ দিস একাউন্ট সিলেক্ট করে সাবমিট দিন।
কিছু সময় অপেক্ষা করুন নোটিফিকেশনে জানিয়ে দিবে একাউন্টি রিমুব করা হয়েছে কী না।
আর যদি এতেও কাজ না হয় তাহলে আপনি যেই আইডিতে রিপোর্ট দিবেন তার প্রোফাইলে গিয়ে “ফাইন্ড সাপোর্ট ওর রিপোর্ট প্রোফাইল”এ গিয়ে “প্রিটেনডিং টু বি সামওয়ান” অপশন সিলেক্ট করার পর, “মি” অপশন সিলেক্ট করে ডান এ ক্লিক করলেই,কিছু সময় পর একটি নোটিফিকেশন আসবে আর এভাবেই দুই থেকে তিন টি রিপোর্ট দিতে পারলেই একাউন্ট টি ২৪ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে যাবে ।
সব থেকে ভালো হয় এই একই কাজ যদি আপনার অন্যান্য বন্ধুদের একাউন্ট দিয়ে করাতে পারেন
তাহলে আইডি ডিজেবল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে।
Negetivity choranor ki dorkar
Hum
Nice.
tnQ
nice
tnQ
nice post
nice post
hmm
valo post
tnQ
osm
Nice
nice
Nice
Hmm
gd
একদম।
nice, keep it up
Ok