আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে ভালো আছি।প্রত্যহ আমি আমার আইডি থেকে নতুন নতুন ব্লগ নিয়ে আসছি।ঠিক তেমনি আজও একটি ব্লগ নিয়ে এসেছি।আপনাদের সামনে আজ আমি আমার ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি।তো আজকে আমি আলোচনা করব কিভাবে আময়া রকেট একাউন্ট খুলতে পারি।আর এজন্য আমি আপনাকে এ পোস্টে টিউটোরিয়াল আকারে সবকিছু বুঝিয়ে দিব।আপনাকে শুধু আমার কথামতো কাজ করলে একটি রকেট একাঊন্ট খুলতে পারবেন।তাহলে চলুন শুরু করা যাক।
প্রথমেই আপনাকে প্লে স্টোরে যেতে হবে।তারপর প্লে স্টোরে গিয়ে Rocket লিখে সার্চ দিতে হবে।তারপর নিচের লগো থাকা এপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর এপটি ইন্সটল করে উপেন করে নিবেন।উপেন করলেই লেংগুয়েজ সিলেক্ট করতে বলবে।এক্ষেত্রে আপনি বাংলা অথবা ইংরেজি লেংগুয়েজ সিলেক্ট করলে পারেন।
এরপর আপনাকে আপনার ফোন নম্বর দিতে বলবে।আপনি নিজের ফোন নম্বরটি দিয়ে দিবেন।
যদি প্রি-রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে “Your number is not registered.Are you want to register your SIM” এরকম আসলে Yes এ ক্লিক করবেন। তাহলে অটোমেটিক প্রি-রেজিষ্ট্রেশন হয়ে যাবে।তারপর কিছুক্ষণ লোডিং নেয়ার পর অই নম্বরে একটি ফোন আসবে। ফোনে আপনাকে একাঊন্টের পিন নম্বর দিতে বলে।আপনাকে ফোনটা রিসিভ করে নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করে আপনার মনমতো ঠিক করা ৪ ডিজিটের পিন কোড দিয়ে দিবেন।যেকোনো পিন নম্বর দিতে পারবেন।
পিন নম্বর দেয়া ঠিক হয়ে গেলে অটোমেটিক সিকিউরিটি কোড চলে আসবে।এবং তারপর নেক্সট এ ক্লিক করে দিবেন।আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ছবি তুলতে বলবে।এক্ষেত্রে আপনাকে ১ম ছবিটি ন্যাশনাল আইডি কার্ডের ১ম পৃষ্ঠার এরপর ২য়পৃষ্ঠার ছবি তুলে সাবমিট করে দিবেন।তোলা ছবি অবশ্যই স্পষ্ট হতে হবে।এভাবে সবকিছু ঠিক হয়ে গেলে ইনফরমেশন অটোমেটিক ফিল আপ হয়ে যাবে।তারপর আপনাকে আপনার ছবি তুলতে বলবে।ছবি তুলতে গেলে অবশ্যই মুখ নড়াচড়া করতে হবে।চোখের পলক ফেলতে হবে।এতে অটোমেটিক স্ক্যানার দিয়ে আপনাকে তারা বুঝে নিবে যে আপনি Human.এরপর আর কিছু করতে হবে না।একাউন্ট কম্পলিট। আর ঠিক ১০-১৫ মিনিট পর একাউন্ট খোলা Successful এমন একটি ম্যাসেজ আসবে।এখন রকেট এপে লগ ইন করে ক্যাশ ইন, ক্যাশ আউট এমনকি মোবাইল রিচার্জ করতে পারবেন।
অবশ্যই পড়বেনঃ
#অনালাইন আয়ের বাংলাদেশি বেস্ট সাইট।Grathor.com
#দ্রুত গতিতে ফোন চার্জ করুন।Grathor.com
তো আজ এ পর্যন্ত।দেখা হবে অন্য আরেকটি পোস্টে।সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।আর হ্যা, নিশ্চয়ই করোনা ভাইরাসের ভয়াভহতার ব্যাপারে অবগত আছেন।কাজেই ঘরে থাকুন,সুস্থ থাকুন।সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।খোদা হাফেজ।