সাদা কাপড় থেকে কালো দাগ তোলার সহজ উপায়

আসসালামু আলাইকুম কেমন আছেন,

আশা করি ভাল আছেন আজকে আপনাদের সামনে একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ ট্রিকস নিয়ে এসেছি. আজকে বলবো কিভাবে সাদা কাপড় থেকে তিতি পোড়া দাগ তুলবেন. বন্ধুরা আমরা যখন সাদা কাপড় পরে গরমের মধ্যে বিভিন্ন জায়গায় রোদ্র দিয়ে ঘোরাফেরা করি তখন শরীর ঘেমে সাদা কাপড়ের মধ্যে কালো কালো দাগ বসে যায়. এই কাপড় পড়ে আমরা পরবর্তীতে আর কোথাও যেতে পারি না কারণ এটা দেখতে খুবই বাজে লাগে. আজকে আমি খুব সহজে তিতির দাগ কিভাবে তুলবেন তা বলে দেবো. তার জন্য আপনাদের লাগবে কিছু আমলকি, লেবুর রস, এবং নিম পাতার রস. এই তিনটা একসাথে মিক্স করে পানির মধ্যে মেশাবেন তারপর আধা বালতি পানিতে আপনার তিতি পড়া কাপর্টি 20 মিনিটের মত ভিজিয়ে রাখুন. তারপরে গরম পানি দিয়ে কাপড়টি ভালোভাবে ধুয়ে নিন. বাজার থেকে কিনে আনা নীল দিয়ে আবার একটা মালসার মধ্যে অল্প পানি নিয়ে সেখানে এক চামচ নীল দিয়ে মিক্স করে নিন. তারপর সে কাপড়টা এই পানির মধ্যে ভিজিয়ে নিন 5 মিনিট রেখে দিন তারপর কাপড়টা রোদে শুকিয়ে দিন. রোদে শুকানোর পর দেখতে পাবেন কালো কালো দাগ গুলো আর নেই. বন্ধুরা এভাবে খুব সহজেই আপনারা কাপড় থেকে কালো দাগ গুলো মুছে ফেলতে পারবেন. এমনসব আরো ভালো ভালো টিপস পেতে আমাদের সাথেই থাকুন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ..

Related Posts